কেন এই পরকীয়া? আর এর সমাধানই বা কী?
কেন এই পরকীয়া? আর এর সমাধানই বা কী?কেন এই পরকীয়া? আর এর সমাধানই বা কী?
Add Comment
পরকীয়া বিষয়টি আমরা সবাই বুঝি। মূলত বিবাহ পরবর্তী সময়ে অন্য কারো সাথে সম্পর্ককে জড়ানোকেই পরকীয়া বলে। বর্তমানে মোবাইল আর ফেসবুকের বেশি ব্যবহারে এই সমস্যাটি বহুগুণ বেড়ে গেছে। বিবাহ পরবর্তী প্রত্যেক স্বামী এবং স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা থাকে। যখন এসব চাহিদা পূরণ হয় না তখনই পরকীয়ার সূত্রপাত ঘটে। যেসব কারণে এই সমস্যাটি দেখা দেয় :
কারণ :
– শারীরিক চাহিদা পূরণ না হওয়া।
– দুজন দুজনকে পর্যাপ্ত সময় না দেয়া।
– অন্তর্মুখী ভালোবাসা।
– বয়সের পার্থক্য।
– কারও প্রতি আকর্ষণ তৈরি।
সমাধান :
– একে অপরকে বিশ্বাস করা।
– পরস্পরকে সময় দেয়া।
– বিয়েতে বয়সের পার্থক্য কমানো।
– অবাধ এবং কিছুটা বহির্মুখী ভালোবাসা।
– আত্মিক যোগাযোগটা রক্ষা করা।