কোন উপদেশগুলো নিজের ভবিষ্যৎ সংস্করণকে দিতে চান আপনি?
কোন উপদেশগুলো নিজের ভবিষ্যৎ সংস্করণকে দিতে চান আপনি?
একটা রুমে চারটি মোমবাতি জ্বলছিল।মোমবাতি গুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করল।
প্রথম মোমবাতিটি বললো, আমি শান্তি। আমাকে কেউ জ্বালিয়ে রাখতে পারবে না ।আমি এখন নিভে যাবো। এই বলে সে নিভে গেল।
দ্বিতীয় মোমবাতি বললো, আমি বিশ্বাস। শান্তি যেখানে নেই, সেখানে আমার জ্বলে থাকার কোনো কারণ নেই। আমিও নিভে যাবো।এই বলে সে নিভে গেল।
তৃতীয় মোমবাতি বললো, আমি ভালোবাসা। বিশ্বাস আর শান্তি যেখানে নেই, আমি সেখানে কি করে থাকি? আমারও বেশিক্ষণ জ্বলে থাকার শক্তি নেই। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে পাশে সরিয়ে রাখে।শুধু তাইনা ওরা ওদের প্রিয় মানুষ গুলোকেও পর্যন্ত ভুলে যায়।কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেলো ।
কিছুক্ষণ পরে রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করলো, তারপর নিভে যাওয়া মোমবাতিগুলোর দিকে তাকিয়ে বললো, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিৎ ছিল। এই বলে বাচ্চাটা কাঁদতে শুরু করলো।
এবার চতুর্থ মোমবাতিটি মুখ খুললো, বললো ভয় পেয়ো না।আমি আছি না।আমি যতক্ষণ আছি, তুমি চাইলে আমাকে দিয়ে বাকি মোমবাতি গুলোকে জ্বলাতে পারো।আমার নাম আশা।
বাচ্চাটি আশা নামের মোমবাতি টি দিয়ে একে একে সব মোমবাতি গুলোকে জ্বলিয়ে দিল।এবার রুমটি আগের মতো, আবার উজ্জ্বল হয়ে উঠলো।
গল্প থেকে শিক্ষা -ঃ
জীবন হাজারো হতাশা, দুঃখ,দুর্দশা, সমস্যার অন্ধকারে ডুবে গেলেও, আশা নামক আলো টাকে কখনোই নিভে যেতে দেয়া উচিৎ নয়। কারণ জীবনে আশা না থাকলে, আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসা সব অন্ধকারে হারিয়ে যাবে।
গল্পের ঝুড়ি থেকে নেয়া।