কোন কিছু ভালো না লাগার কারণগুলো কী কী?
কোন কিছু ভালো না লাগার কারণগুলো কী কী?
Add Comment
- ভালো না লাগার একটা কারণ এইটা না বোঝা যে একজনকে সুখী না করলে নিজে সুখী হওয়া যায় না
- ভালো না লাগার জন্য অকারণে আরেকজনকে দোষারোপ করা
- মাত্রাহীন ভাবে স্বার্থপর হওয়া।স্বার্থপর হওয়ার লিমিট আছেতো সেইটা যেন এতটাই না হয় যে নিজের পরিবার ছেড়ে এক্কেবারে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার আর বাকিদেরকে তাড়িয়ে নিজের খেয়ালিপনাকে প্রাধান্য দেওয়া।নিজের সন্তানের জন্য স্বামী ও স্ত্রী উভয়ের দায়িত্ব আছে।
