কোন জিনিস সবসময় গোপন রাখা উচিত?
কোন জিনিস সবসময় গোপন রাখা উচিত?
“আপন ভজনও কথা, না কহিও যথা তথা।” কিন্তু এতো তত্ত্ব কথা। আসল কথা হচ্ছে, ” ব্ল্যাক-স্পট” সবসময় গোপন রাখা উচিত। হৃদয়ের বিচিত্র অনুভূতির কারণে যদি কখনো শারীরিক মানসিক বা প্রাক্ষোভিক ক্ষেত্রে, অসদাচরণ করে থাকেন বা কোনো কারণে কারো দ্বারা অপমানিত হয়ে থাকেন তাহলে তা পাঁচ-কান না-করে, গোপন রাখবেন। একে বলে, গোপন-তত্ব,” কিল খেয়ে, কিল হজম করা।” ★মেয়েদেরকে একটি কথা, মনে এবং মাথায় রাখা দরকার,অধিকাংশ মেয়ে কিন্তু শৈশবে বা কৈশোরে, বিকৃত যৌনতার স্বীকার হয়ে থাকে, পারিবারিক নিকট আত্মীয়দের দ্বারা।এঘটনা একমাত্র মা’কে ছাড়া কাউকে বলা ঠিক নয় কারণ অতীততের ঘটনা পরবর্তীকালে, “me too”, আন্দোলনে প্রকাশ করলে তার পরিবার বা কর্মক্ষেত্র নিয়ে অনেক ❓ প্রশ্ন উঠবে ঠিকই কিন্তু তাতে বক্তার কোনো লাভ হয় না বরং ক্ষতি হয়। শর্তাবলী প্রযোজ্য—যে ” ব্ল্যাক-স্পট” আপনি গোপন রাখবেন, সে বিষয় কিন্তু প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করবেন, যাতে করে দ্বিতীয়বার সে ঘটনা না ঘটে।