কোন জিনিসটা প্রচন্ড ভণ্ডামি বলে মনে হয়?
কোন জিনিসটা প্রচন্ড ভণ্ডামি বলে মনে হয়?
Add Comment
- কর্মক্ষেত্রে অবাধে ঘুষ খেয়ে, মসজিদের প্রথম কাতারে জায়গা দখল করা
 - সারা সপ্তাহ নামাজের ধারে কাছে না ঘেষে, শুক্রবার আতর টুপি চাপানো
 - নামাজ, রোজা, যাকাত কিছু না করেও, “ভালো কাজ করলেই জান্নাত নিশ্চিত” মনে করা
 - “সিগারেটে একটা টান দিতে না পারলে কীসের পুরুষ মানুষ?” এমন ধারণা রাখা
 - “সিগারেট, মদ অল্প খেলে কিচ্ছু হয় না” মনে করা ও প্রচার করা
 - চামড়ার রঙ দিয়ে মানুষের সৌন্দর্য যাচাই করা
 - বাহ্যিক সৌন্দর্য বা Appearance দিয়ে মানুষকে বিচার করা
 - এক লাখ টাকা যৌতুক নিয়ে, এক হাজার টাকা মোহরানা দিয়ে বিয়ে হালাল করা
 - “নারী মায়ের জাত” ডায়ালগ ছেড়ে, বাসে মহিলা দেখলেই ঘেঁষাঘেঁষি করে বসা
 - “পাত্রী দেখা” প্রক্রিয়ায় মেয়েকে বিবিধ প্রক্রিয়ায় নিরীক্ষা করা
 - “প্রথম দেখায় প্রেমে” পড়া
 - নিজে একাধিক মেয়ের সাথে রাত্রি যাপন করে বিয়ের সময়ে ভার্জিন মেয়ে খোঁজা
 - “বিয়ে তো করবই” ভেবে প্রেমিক/প্রেমিকার কাছে শরীর সঁপে দেওয়া
 - দুইদিন প্রেম করেই প্রেমিক/প্রেমিকার বাড়িকে শ্বশুরবাড়ি মনে করা
 - “মানুষের মত মানুষ হও” ডায়ালগ ছেড়ে পরীক্ষার আগে ফাঁস করা প্রশ্ন স্টুডেন্টের হাতে তুলে দেওয়া
 - সার্টিফিকেট অর্জন করে অতঃপর রিকশাওয়ালাকে তুইতোকারি করে শিক্ষার পরিচয় দেওয়া
 - ছেলেমেয়েকে “পড়াশোনা না করলে রাস্তার ঝাড়ুদার, ফেরিওয়ালা হবি” বলে নিজের নিচু মানসিকতার পরিচয় দেওয়া
 - যেকোনো ব্যাপারে নিজের মতটাই ঠিক, এমন ধারণা পোষণ করা
 - তর্কে বিতর্কে বক্তার ভূমিকা জোরেশোরে পালন করে শ্রোতা হতে ব্যাপক অনিচ্ছুক থাকা
 - সুযোগ পেলেই নিজের কীর্তি অন্যের কাছে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা, অহংকার করা
 - “মাইরের উপর ওষুধ নাই” এমন ধারণা রাখা