কোন তথ্যগুলো সবার জানা উচিত?
আমাদের তাজমহল সাদা মার্বেল ছাড়া ও যেসব পাথর দিয়ে তৈরি তা হল – আকীক, ইয়েমেনি, ফিরোজা, মুঙ্গা, লাজওয়ার্ড, সুলাইমানি, লাহসানিয়া, তামরা, ইয়াশাব, পিটুনিয়া ইত্যাদি। তাই রাতেরবেলা যদি সেখানে আলো জ্বালানো হয় তাহলে তা অনেক বেশী আলো প্রতিফলিত করবে। আর আমরা জানি রাতেরবেলা কীট-পতঙ্গ আলো অনুধাবন করে তাই এতে তাজমহলের সৌন্দর্য নষ্ট হয়ে যেত। তাছাড়া এটি প্রাকৃতিক চাঁদের আলোয় কতটা সুন্দর লাগে তা তো আমরা সবাই জানি।
বলে রাখি আমি এক্ষুনি যেসব পাথরের নাম বললাম সেগুলো পৃথিবীর সব অন্যতম বিরল পাথরের মধ্যে একটি। শাহজাহান এইগুলো কীভাবে ও কোথা থেকে সংগ্রহ করেছে তা এখনো একটা রহস্য হয়ে আছে।
নখ বা চুল কাঁটলে ব্যথা লাগে না কেন?
আমাদের চুল ও নখ দুই তৈরি হয় মৃত কোষ দিয়ে যেখানে কিনা রক্ত সরবরাহ হয় না। তাই যতই কাঁটো ব্যথা লাগে না। তবে আমাদের নখ কিন্তু মৃত ও জীবিত দুই কোষ দিয়েই গঠিত। আমাদের চামড়ার বাইরে নখের যে অংশ থাকে সেটাই শুধু মৃত কোষ দিয়ে তৈরি বাকি পুরোটাই তৈরি হয় জীবিত কোষ দিয়ে। তাই তো একটু কাঁচা নখ কেঁটে গেলে ও অনেক ব্যথা ও রক্ত বের হয়।
আপনি কি জানেন গোফ-দাড়ি মেয়েদের ও হতে পারে?
ছোটোবেলা থেকেই আমরা জেনে এসেছি চুল-দাড়ি শুধু পুরুষদেরই হয়। তবে এই তথ্যটি 24 বছরের হরনাম কৌর ভুল প্রমাণিত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জিতে নিলেন।
হরনাম কৌর ভারতের পাঞ্জাব রাজ্য থেকে অন্তর্ভুক্ত। আসলে 12 বছর বয়সে হরনামের মধ্যে পলিসিস্টিক ডিম্বাশয় সিন্ড্রোম দেখা যায় যেখানে শরীরের অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা খুব বেশি বেড়ে যায়। বলে রাখি অ্যান্ড্রোজেন হরোমোন পুরুষদের গোঁফ ও দাড়ি বাড়াতে সাহায্য করে। তাই তো একে পুরুষ হরমোন বলা হয়।
মহিলাদের মধ্যে ও এই হরমোন পাওয়া যায় কিন্তু খুবই কম পরিমাণে আর এই অ্যান্ড্রোজেন হরমোনই কারণ হরনামের এরকম অস্বাভাবিক দাড়ি-গোঁফের।