কোন ধরনের ছেলেরা প্রেম করতে পারে না?
কোন ধরনের ছেলেরা প্রেম করতে পারে না?
Add Comment
- যে ধরনের ছেলেরা তার প্রথম প্রেমকে ভুলতে পারে না এবং পরবর্তীকালে প্রতিহিংসা করে বা বন্ধুদের কথায় একসাথে অনেক সম্পর্কে জড়ায়। অনেক সময় একটা নিরীহ, শান্তগোছের মেয়েকে পটাবে। এরপর যদি সে টিকে যায় ভালো, না হলে বলবে – ” তুমি খুব ভালো মেয়ে। আমি খুব খারাপ ছেলে। অন্য আরও ভালো ছেলে পাবে। ” ছেলেটা একবারও মেয়েটার মনের কথা বুঝবে না। নিজেকে পরিবর্তনের চেষ্টাও করবে না।
- আর একধরনে ছেলে আছে যারা কথায় কথায় মিথ্যে বলে। গরীব হওয়া দোষের নয়। অনেকেই গরীব হয়ে জন্মান, তারপর নিজের মেধা, বুদ্ধি দিয়ে একটা উপযুক্ত জায়গায় পৌঁছান। কিন্তু যারা নিজের পিতামাতাকে এইজন্য খারাপ কথা বলে, মেয়ে পটানোর জন্য মিথ্যে কথা বলে। মিথ্যে বলে সহানুভূতি আদায় করে, তাদের প্রেম করা উচিৎ নয়।
- আরও এক প্রকার আছে যারা নিজের বৌকে বা প্রেমিকাকে ঘোমটার আড়ালে রাখে, কিন্তু নিজে অন্য মেয়েদের সাথে ফষ্টিনষ্টি করে বেড়াচ্ছে তাদের থেকে দূরে থাকা ভালো।
- আর আছে যারা মিষ্টি কথায় মেয়েদের ভোলায় কিন্তু মনের মধ্যে কু চিন্তা তাদের থেকে দূরে থাকা দারকার। বাচ্চাদের দিকে খারাপ নজর দেয়।
- ধনী হয়ে যারা মনে করে, সবাই আমার চাকর। টাকা থাকলে কত মেয়ে ছুটে আসবে।
উপরের পয়েন্টের যেকোনো একটাও পয়েন্ট থাকলে তারা প্রেম করতে না পারলেও ভালো নাটক করতে পারে।
কেউ আবার ভাববেন না যে, আমি সব ছেলেদের খারাপ বলছি আর সব মেয়েদের ভালো। এই রকম ছেলে যেমন আছে ঠিক তেমনি মেয়েও আছে। দুটোই খারাপ। প্রশ্নে শুধু ছেলেদের নিয়ে বলেছে, তাই ছেলেদের নিয়েই উত্তর দিলাম।