কোন ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে?

    Add Comment
    1 Answer(s)
      1. যার কোন আত্মসম্মান ও ব্যক্তিত্ববোধ নেই;
      2. তেলবাজি,চাটুকারিতা ও তোষামোদি করেন,এমন টাইপসের লোকদের থেকে দূরে থাকতে হবে;
      3. যে তার নিজের প্রয়োজনে আপনার সাথে বন্ধুত্ব করতে চান অর্থাৎ সুসময়ের পাখি তথা বন্ধুদের থেকে নিজেকে সব সময় বিরত রাখতে হবে;
      4. কথার ভিতরে যারা কথা বলেন।অর্থাৎ শোনেন কম কিন্তু বলেন বেশি,এমন লোকদের পরিহার করতে হবে;
      5. যারা নিয়মিত নিজেদের জাহির করা।অর্থাৎ যারা নিজেকে অযথা শো অফ করেন,তাদের থেকে বিরত থাকুন;
      6. নেতিবাচক মনোভাবাপন্ন লোকজন,যারা সব কিছুতেই খুঁত এবং ভুল ধরে বেড়ান তাদের থেকে বিরত থাকুন;
      7. যারা পরমতসহিষ্ণু নয়,যারা অন্যদের সম্মান দিতে জানে না,তাদের থেকে বিরত থাকুন;
      8. যারা নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না,তাদের এড়িয়ে চলুন;
      9. যারা কথা বেচাকেনা করেন।অর্থাৎ কুটনামি করেন,তাদেরকে অবশ্যই বর্জন করতে হবে;
      10. যারা কথায় কথায় ধর্মকর্ম টেনে নিয়ে আনেন এবং স্থান-কাল-পাত্র বিবেচনা না করেই একান্ত ব্যক্তিগত ও বিব্রতকর প্রশ্ন করা শুরু করেন,তাদের এড়িয়ে চলতে হবে;
      11. প্রতিহিংসাপরায়ণ এবং নারীবিদ্বেষী লোকদের থেকে নিজেকে বিরত রাখতে হবে;
      12. আত্মবিশ্বাসহীন এবং ভীতু লোকদের এড়িয়ে চলতে হবে;
      13. ভণ্ড,কপট,অন্যের অনিষ্টকারী,বাইরে এক ভিতরে আরেক,মানবতাবিরোধী—এমন লোকদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে;
      14. যারা ব্যক্তিত্বহীনভাবে বিপরীত লিঙ্গের প্রতি যেখানে- সেখানে গিয়ে অতি উৎসাহ দেখান, তাদের এড়িয়ে চলতে হবে।
      Professor Answered on February 25, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.