কোন ধরনের মানুষদের পাত্তা দেওয়া উচিত নয়, এবং কেন?
১। নিজের ঢাকটি নিজে বাজানোর জন্য যিনি মুখিয়েই থাকেন এবং কাউকে সামনে পেলেই, ঢাকের আওয়াজে চারদিক মাতিয়ে তোলেন, তাঁকে,
২। যিনি অন্যের কথা শোনার প্রয়োজন মনে করেন না, অন্যের বলতে থাকা কথা থামিয়ে দিয়ে, নিজের কথা শুনতে অন্যকে বাধ্য করেন, তাঁকে,
৩। যিনি এই পৃথিবীতে হতাশার বাণী ছড়িয়ে দেয়ার মহান দায়িত্ব স্বেচ্ছায় কাধে তুলে নিয়েছেন, তাঁকে,
৪। যিনি অযাচিত উপদেশ দানে সততই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁকে,
৫। যিনি না জেনে, না বুঝে, সর্বদাই মন্তব্য করার অভ্যাসে শীর্ষস্থানীয় হওয়ার যোগ্যতা রাখেন, তাঁকে,
৬। যিনি উদ্দেশ্যমূলক প্রশংসায় ভরিয়ে দেন, তাঁকে,
৭। অন্যের কৃতিত্বের স্বীকার করতে যিনি, আরো বড়ো কৃতিত্বকে তুলনায় টেনে আনার অভ্যাসে নিখুঁত দক্ষতার অধিকারী হয়ে উঠেছেন, তাঁকে,
৮। জনসমক্ষে অন্যের দূর্বল জায়গায় আঘাত করে তৃপ্ত হওয়ার অভ্যাসটি যিনি রপ্ত করে ফেলেছেন, তাঁকে,
৯। নিন্দা করতে যিনি মুখর হয়ে উঠতে জানেন, প্রশংসা করতে যিনি কঠোরভাবে মৌনী তাপস এর ভূমিকায় সিদ্ধি লাভ করতে জানেন, তাঁকে,
আর,
১০। যিনি কোরাবাংলায় লেখা উত্তরে মন্তব্য করতে গিয়ে, উত্তরের ত্রুটি-বিচ্যুতি, প্রাসঙ্গিকতা, এসব আলোচনার নামে উত্তরদাতাকে তীব্র ব্যঙ্গ, বিদ্রুপ, শ্লেষের বাণে বিদ্ধ করতে তাঁর অপরিসীম যোগ্যতা, দক্ষতার প্রমাণ রাখতে মরিয়া হয়ে উঠেন, তাঁকে,