কোন পার্লারে গেলে নষ্ট চুল কেটে ঠিক করতে পারবো?
কোন পার্লারে গেলে নষ্ট চুল কেটে ঠিক করতে পারবো?
আপনার চুলে কেমন ধরনের সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ কেমন নষ্ট হয়ে গিয়েছে তার ব্যাখ্যা দেননি। আপনার চুলের আগা যদি ফেটে যায় বা কিছুটা রাফ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেকোনো সুনামধন্য পার্লারে গিয়েই ফাটা আগাটুকুন কেটে নিতে পারেন। এছাড়া চুলের অন্যান্য সমস্যায় পার্লারে বিভিন্ন ট্রিটমেন্ট যেমন হেয়ার স্পা, প্রোটিন ট্রিটমেন্ট ইত্যাদি নিতে পারেন। এছাড়া ঘরেও আপনি আপনার চুলের বিশেষ যত্ন নিতে পারেন। এখন শীতকাল আসছে, তাই স্বাভাবিকভাবেই চুল অনেক বেশি রুক্ষ হয়ে যাবে। তাই আগাম শীতেই চুলের বিশেষ যত্ন নিতে পারেন। এর জন্য সপ্তাহে ৩-৪ দিন ক্যাস্টর অয়েল, নারিকেল তেল, অলিভ অয়েল দিয়ে অয়েল ম্যাসেজ করতে পারেন এবং সারারাত রেখে শ্যাম্পু করে ফেলতে পারেন। এছাড়াও সপ্তাহে অন্তত ১ দিন পাকা কলা, মেথি, আমলকী, মেহেদী, টক দই ইত্যাদি দিয়ে চুলের বিশেষ যত্নটি নিতে পারেন।