কোন ব্রান্ডের ওভেন সবচেয়ে ভালো?
কোন ব্রান্ডের ওভেন সবচেয়ে ভালো?
মাইক্রোওয়েভ ওভেন কেনার জন্য কিছু বিষয় লক্ষ রাখতে হবে। যেমনঃ
-প্রথমে ঠিক করে নিন ঠিক কী কাজে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করবেন এবং কোন প্রকার মাইক্রোওয়েভ ওভেন কিনবেন।
-এরপর ঠিক করে নিন কোন সাইজের ওভেন কিনতে চাচ্ছেন- বড় নাকি কমপেক্ট।
-এরপর দেখুন Wattage কতো। Wattage বেশি হলে রান্না দ্রুত হবে এবং কম হলে রান্নায় সময় বেশি লাগবে।
-মেকানিক্যাল কন্ট্রোল প্যানেল হেভী ও সবসময় ব্যবহারের জন্য উত্তম।
-মাল্টিস্টেজ কুকিং ফিচার আছে কিনা। এই ফিচার দ্বারা বিভিন্ন পাওয়ার সেটিং এবং স্টেজে রান্না নিয়ন্ত্রন করা যাবে।
-বাচ্চাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য চাইল্ড সেফটি লক আছে কিনা দেখে নেয়া।
-পরিষ্কার নিশ্চিত করার জন্য ইজি ক্লিনিং অপশন আছে কিনা।
আজকাল বাইরের দেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের দেশি কিছু কোম্পানিও মাইক্রোওভেন তৈরি করছে। ওয়ালটনের মাইক্রোওভেন এখন বেশ জনপ্রিয়। এর ৩০ লিটারের ওভেনের দাম পড়বে বারো হাজার ৮৮০ টাকা, ২৩ লিটারের দাম পড়বে ৯ হাজার ৮০০ টাকা এবং ১৭ লিটারের দাম পড়বে আট হাজার ১০০ টাকা। ২৩ লিটার থেকে ৩৭ লিটার পর্যন্ত আকারের মাইক্রোওভেন পাওয়া যায়। ব্ল্যাক, হোয়াইট, সিলভার কালারের মাইক্রোওভেন ১২ হাজার ৬০০ থেকে ২৬ হাজার ৮০০ টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। এ ছাড়াও বাজারের বিভিন্ন দামে বিভিন্ন মডেলের ওভেন পাবেন। নানা ব্র্যান্ডের এসব ওভেনের দাম পড়বে ছয় হাজার ৫০০ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত।