কোনও কাজ মনোযোগ দিয়ে করতে না পারার কারণ কী?
কেননা আপনি জানেন না সেই কাজের থেকে আপনি কি পাবেন এবং কি আশা করেন।
আপনার সেই কাজটা করার কেন প্রয়োজন এবং কতটা গুরুত্ব সেটা আপনি জানেন না।
আপনি ভাবেন কাজটা অনেক কঠিন।
সেই কাজ বাদে সব কিছুই আপনার ভালো লাগে কিন্তু সেই কাজটা আপনার করতে মন চায় না।
আপনার একান্ত যে কাজটা করার দরকার ছিল সেই কাজ বাদে সব কাজই দারুন আইডিয়া বলে মনে হয় এবং করতে থাকেন।
আপনার একান্তই যে কাজ করার দরকার সেই কাজ বাদ দিয়ে আপনি নয় ঘুরতে বেরিয়ে পড়েন আর লেখালেখি শুরু করে দেন নয় এক কাপ চা খান নয় বন্ধুকে মেসেজ দেয়ার কথা মনে পড়ে যায়, আপনার যে দরকারি কাজটা সেটা বাদে সবই চমৎকার আইডিয়া বলে মনে হয় ভালো লাগে।
তারপরও যদি সে কাজটা নিয়ে বসেন তখন মনে হয় কাল আমার হাতে অনেক সময় থাকবে কালো করতে পারব এই কাজটা কাল করব কিন্তু এই কাল কখনো আসে না। এবং কি কাল পরশু সপ্তাহ মাস বছর পেরিয়া যায় কিন্তু আপনার কাজ আর হয় না।
এই বইটা পড়তে পারেন এই বইটা পড়লে আপনি অবশ্যই সময়মতো কাজ করতে পারবেন, কাজে মনোযোগ দিতে পারবেন।
স্ট্র্যাটেজিক মাইন্ডসেট (হার্ডকভার)