খেলাধুলার প্রতি মনোযোগ কমাবো কী করে?
খেলাধুলার প্রতি মনোযোগ কমাবো কী করে?
আপনি নিজেই খুব চমৎকারভাবে নিজেকে বুঝতে পারেন, এটা খুবই অসাধারণ একটি ব্যাপার। এখন এই জিনিসটা কাজে লাগান। সবার আগে, এই সিদ্ধান্ত নিন যে জীবনে নিজেকে আপনি কিভাবে দেখতে চান। আপনি খেলাধুলা খুব পছন্দ করেন। আপনার দক্ষতা যদি সেই মাপের হয় তবে খেলাধুলাতেই মনোযোগ দিন। আর যদি খেলাধুলার ব্যাপারটা কেবলমাত্র আসক্তি হয়ে থাকে, তবে আমি আপনাকে বলবো মেডিটেশনের আশ্রয় নিতে। এজন্যে আপনি ইউটিউবে বিনামূল্যের বিভিন্ন কোর্স দেখতে পারেন। এছাড়া, আপনি নিয়ম করে ব্যায়াম করতে পারেন। যে সময়টা আপনি মাঠে যেতেন, ওই সময়টা ব্যায়াম করুন। যেকোন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা যোগব্যায়াম দিয়ে শুরু করতে পারেন। আস্তে আস্তে দেখবেন আসক্তি কমে আসবে এবং পড়াশোনায় আগের চেয়ে মনোযোগী হতে পারবেন। সবচেয়ে জরুরী হচ্ছে যে কাজটি করবেন, সেটা মন থেকে করা, ভালোবেসে করা। ভালো থাকবেন।