গলার স্বর মোটা ও ভারী করার উপায় কী?
গলার স্বর মোটা ও ভারী করার উপায় কী?
Add Comment
গলার স্বর মোটা ও ভঅরী করার তেমন কোনো উপায় নেই। বয়সন্ধিকাল থেকে গলার স্বরের পরিবর্তন হয়ে থাকে প্রকৃতিগতভাবেই। কৃত্রিম কোনো উপায়ে এর পরিবর্তন করা সম্ভব না। তবে আপনি চাইলে কবিতা আবৃত্তি, হারমোনিয়ামে কন্ঠস্বরের হালকা রেওয়াজ ও কন্ঠনালীর কিছু ব্যায়াম করতে পারেন যা আপনার গলার স্বরের কিছুটা পরিবর্তন আনতে পারে। এছাড়া কথা বলার সময়ে বেজমেন্ট অর্থাৎ পেট থেকে কথা বলার চেষ্টা করুন যা আপনার স্বর কিছুটা মোটা শোনাতে সহায়তা করবে।