গুছিয়ে কথা বলার উপায় কী?
গুছিয়ে কথা বলার উপায় কী?
Add Comment
গুছিয়ে কথা বলার মূলমন্ত্র হল গুছিয়ে ভাবতে শেখা। গুছিয়ে ভাবতে শিখুন। খুব তাড়াতাড়ি কথা বলা চেষ্টা না করে আসতে ধীরে ভেবে চিনতে কথা বলুন। আর নার্ভাসনেস কাটানোর জন্য আয়নার সামনে দাড়িয়ে নিজে নিজে কথা বলার চর্চা করুন বা পরিচিতদের সাথে বেশি বেশি কথা বলুন, তাদের কাছ থেকে জানতে চেষ্টা করুন কথা বলার খুত কোথায় কোথায়, সেগুলো শুধরানোর চেষ্টা করুন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
ডাঃ শুভ হাসান
ইন্টার্ন চিকিৎসক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা।