চালাক মানুষদের সাথে কিভাবে পেরে উঠা যায়?
চালাক মানুষদের সাথে কিভাবে পেরে উঠা যায়?
Add Comment
প্রথমে যেই কথাটি বলতে চাই তা হলো পৃথিবীতে যে মানুষগুলো চালাক, তারাও এক সময় বোকা ছিল।বোকামি করে ভুল করতে করতে চালাক হয়েছে। যারা চালাকের উপরের চালাক তারা ছিল আরও বোকা।
যাই হোক,চালাক বড় কথা নয়। বেঁচে থাকার জন্য যে চালাক হতেই হবে তার কোনো যুক্তি নেই।চালাক হওয়াটি কী খুব প্রয়োজন? বোকা মানুষেরাই জীবনে ভালো আছে। আর চালাক মানুষদের সাথে পেরে উঠা যায় একমাত্র বুদ্ধি দিয়ে। চালাক তো সবাই হতে পারে কিন্তু বুদ্ধিমান কজনে হতে পারে বলুন।