ছেলেরা কেন পরকীয়া করে?
১.মেয়েদের দ্বারা আছন্ন হয়ে। একজন মেয়ের দ্বারা একজন ছেলে যত সহজে ইমপ্রেস হয়, তত সহজে একজন ছেলের দ্বারা কোন মেয়ে ইমপ্রেস হয়না। ছেলেরা মেয়েদের কথায় সহজেই গলে হয়ে যায়। ঘরে সুন্দরী, ভদ্র বউ থাকা সত্ত্বেও এরা অন্য নারীর কথায়, আচরণে, হাসিতে সহজেই আসক্ত হয়। এবং মেয়েরা অনেক দূর থেকেই বুঝতে পারে কোন ছেলে তার প্রতি আসক্ত হয়েছে কিনা। যদি আসক্ত হয় তবে সচেতনরা সরে পড়ে, কিন্তু যাদের নিজেরও ইচ্ছা আছে সাথে কিছুটা স্বার্থপরতাও আছে সম্পর্কে জড়ানোর, তারা সরে পড়ে না এবং সম্পর্কে জড়িয়ে পড়া থেকে নিজেকে আটকায়ও না।
২.যৌনতার জন্য ছেলেরা পরকীয়া করে । কারণ তারা জন্ম থেকেই যৌনপিপাসী, এরা যৌনতা ছাড়া থাকতে পারে না, তাই পাঁচ বাচ্চার বাপ হয়েও বউ মরে গেলে বাচ্চাদের দোয়াই দিয়ে বিয়ে করে নিজের যৌন চাহিদা মিটায় এবং সত্তর বছর বয়সেও বাচ্চার জন্ম দেয়। অথচ অনেক মায়েরা এক বাচ্চার মা হয়েও সারাজীবন একা থাকতে পারে। এই যৌনতার জন্যই অনেক নামীদামি লোকও কাজের মহিলাকে কিংবা বউয়ের চেয়েও খারাপ দেখতে মহিলাকে বিয়ে করে।
৩.অনেক পুরুষ আবার পরকীয়া করে বউয়ের সাথে সম্পর্কের দূরত্বের কারণে। বউ হয়তো ছেলে মেয়ে, সংসার নিয়ে ব্যস্ত, শরীরের মেদ বেড়ে একাকার হয়ে গেছে, যার কোন শারিরীক চাহিদা নেই, মনে কোন রোমান্টিকতা নেই বরং শান্তিকর পরিবেশকে সারাক্ষণ অশান্তিকর বানানোর ইচ্ছে আছে , এদিকে সন্তানের কথা চিন্তা করে স্ত্রীর সাথে আলাদা হওয়ার চিন্তাও যখন করা যায় না, তখন ঐ স্বামী অন্য নারীতে সুখ খোঁজে।
৪.অনেক ছেলেরা পরকীয়া করে লুচ্চামির কারণে। ঘরে পরিবার ঠিকঠাক থাকা সত্ত্বেও এরা অন্য কোন নারী দেখলেই হিসপিস করে ।এবং সারাজীবনে একজন দুইজন নয়, বরং বহু নারী এবং একই সময়েও একাধিক নারীর সাথে পরকীয়ায় এরা আসক্ত হয় কিংবা আসক্ত হওয়ার চেষ্টা করে। কর্পোরেট অফিসগুলোতে এই ধরনের পুরুষ বেশি দেখা যায়, যারা সুন্দরী মহিলা কলিগ দেখলেই চান্স নেওয়ার চেষ্টা করে।
যাহোক অনেক পুরুষই পরকীয়া করে, তবে সব পুরুষই পরকীয়া করে না। অনেক পুরুষ নিজের স্ত্রী সন্তান, মা বাবার জন্য জীবন উৎসর্গও করে। না খেয়ে, না পরে নিজের সন্তানদের মানুষ করে। তারা পরকীয়া কি কিংবা অন্য মহিলা কি তা কখনো ভেবে দেখার সময়ই পান না।