ছয় মাসের শিশুকে কী ধরনের খাবার খেতে দিবো?
ছয় মাসের শিশুকে কী ধরনের খাবার খেতে দিবো?
Add Comment
ছয়মাস বয়স থেকে বাচ্চাকে ঘরে তৈরি যেকোনো খাবার খাওয়ানো যেতে পারে। সেটা ঘন ডাল দিয়ে নরম ভাত , সাথে একটু লেবুর রস , অল্প মাছ ,নরম ভাত সাথে তরল কিছু দিয়ে চামচে করে খাওয়ানোর অভ্যাস করা ভাল। অল্প ফলের রস দেয়া যায় ,ভরা পেটে , এক্ষেত্রে কমলার কোয়া চুষতে দেয়া যায়। আপেল পেয়ারা কলা দেয়া যায়।