জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ কী?
জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ কী?
Add Comment
- কখনও কাউকে অন্ধ বিশ্বাস করবেন না।
- নিজের দুর্বলতা কখনও কারো সামনে উপস্থাপন করবেন না।
- কখনও,কখনোই নিজের সুখের চাবি অন্যের হাতে দিবেন না।
- কোন সিদ্ধান্ত নিলে ভালোভাবে ভেবে নিবেন আর সেটাই অটল থাকবেন।
- নিজের বিবেকের কাছে সর্বদা স্বচ্ছ থাকবেন।
- মা-বাবার সাথে সময় কাটাবেন,একমাত্র তারাই নিঃস্বার্থ ভাবে ভালবাসে এই নিষ্ঠুরতম দুনিয়ায়।
- আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিবেন না, সেটা সবসময় ভুল সিদ্ধান্ত হয়।
- কখনও দোদুল্যমান অবস্থায় নিজেকে রাখবেন না।
- কোন কিছু আশা করে না পেলে আফসোস করবেন না, নিশ্চয়ই সৃষ্টিকর্তা ভালো,উত্তম কিছুই রেখেছে।
- নিজের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস অটল রাখবেন।