জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ কী?
জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ কী?
Add Comment
১. কখনও কাউকে অন্ধ বিশ্বাস করবেন না।
২. নিজের দুর্বলতা কখনও কারো সামনে উপস্থাপন করবেন না।
৩. কখনও,কখনোই নিজের সুখের চাবি অন্যের হাতে দিবেন না।
৪. কোন সিদ্ধান্ত নিলে ভালোভাবে ভেবে নিবেন আর সেটাই অটল থাকবেন।
৫. নিজের বিবেকের কাছে সর্বদা স্বচ্ছ থাকবেন।
৬. মা-বাবার সাথে সময় কাটাবেন,একমাত্র তারাই নিঃস্বার্থ ভাবে ভালবাসে এই নিষ্ঠুরতম দুনিয়ায়।
৭. আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিবেন না, সেটা সবসময় ভুল সিদ্ধান্ত হয়।
৮. কখনও দোদুল্যমান অবস্থায় নিজেকে রাখবেন না।
৯. কোন কিছু আশা করে না পেলে আফসোস করবেন না, নিশ্চয়ই সৃষ্টিকর্তা ভালো,উত্তম কিছুই রেখেছে।
১০. নিজের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস অটল রাখবেন।