জীবন সুন্দর করতে কী লাগবে?

    জীবন সুন্দর করতে কী লাগবে?

    Add Comment
    1 Answer(s)

      সুন্দর প্রশ্ন। জীবন খুব মূল্যবান। তাই প্রতিটা মুহুর্ত কাজে লাগাতে হবে। পারিবারিক শিক্ষা জীবনে খুব কাজে লাগে। জীবন সুন্দর করতে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা। এজন্য ছোটবেলা থেকেই মন দিয়ে লেখাপড়া করতে হয়। ভালো রেজাল্ট করতে হয়। ভালো রেজাল্ট করলে ভালো চাকরী পেতে বেশি বেগ পেতে হয় না। একটা ভালো চাকরী বা ব্যবসা করলে প্রচুর টাকা ইনকাম করা যায়। জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন টাকার। টাকা ছাড়া ঘর থেকে এক পা বাইরে দেওয়া যায় না। অনেকে বলেন, খাও দাও ফুর্তি করো। ফুর্তি করা ছাড়াও আরো অনেক ভালো কাজ আছে। সেগুলো করতে হবে।

      একজন হৃদয়বান মানুষ সবার কাছে গ্রহনযোগ্যতা পায়। কৃপণদের কেউ পছন্দ করে না। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে- এটাই স্বাভাবিক। কিন্তু বর্তামান সমাজে কেউ নিজের পরিবারের বাইরে কারো কথা ভাবতে চায় না। কারো জন্য কিছু করতে চায় না। মানুষ হয়ে গেছে আত্মকেন্দ্রিক। নিজের পরিবারের প্রতি সমস্ত দায়িত্ব পালন করার পর সমাজের জন্য ভালো কিছু করতে হয়। ধরুন, একটা লাইব্রেরী করলেন। অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। অসহায় ও দরিদ্র পিতা মাতার সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন। এরকম ভালো ভালো কাজ করলে জীবন আনন্দময় হয়। জীবন সুন্দর হবে।

      আপনি যত মানুষের জন্য কাজ করবেন, আপনার জীবন তত সুন্দর হবে, আনন্দময় হবে। সব সময় অসহায় মানুষদের জন্য কাজ করবেন। তাদের পাশে থাকবেন। মানুষের জন্য কিছু করতে হলে টাকার প্রয়োজন। প্রচুর টাকার প্রয়োজন। টাকা ছাড়া এই সমাজে কোনো কিছু করা যায় না। জীবনে ভালো থাকতে হলে অবশ্যই আপনার সৎ থাকতে হবে। কথায় ও কাজে মিল থাকতে হবে। প্রচুর বই পড়বেন। মুভি দেখবেন। ভ্রমন করবেন। বুদ্ধিমান মানুষদের সাথে আড্ডা দিবেন। বিনা দ্বিধায় বলা যায়- যখনই আপনি মানুষের জন্য কিছু করবেন, তখন আপনি আনন্দ পাবেন। আপনার জীবন সুন্দর হবে।

      Professor Answered on May 1, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.