জীবনকে উপভোগ করার উপায় কী?
জীবন কে উপভোগ করার জন্য প্রচুর টাকা প্রয়োজন। তাহলে জীবনকে ভালো ভাবে উপভোগ করা যায় বিলাসীতা করা যায়। জীবনে টাকার ভূমিকা অনেক। টাকা দিয়ে বিছানা ক্রয় করা যায় ঘুম ক্রয় করা যায় না। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারি আফসোস টাকা দিয়ে আমরা একটা সেকেন্ড ও কিনতে পারি না।
- জীবনকে উপভোগ করতে হলে আপনার মনের কথা শুনুন।
- প্রত্যেক মানুষের ভিতরে একটা বুড়োলোক বসাবাস করে তাকে ইয়ং রাখুন, মানুষের ভিতরে বুড়োলোক হল অলসতা ইয়ং লোক হলো এই অলসতাকে মনের ভিতরে জায়গা না দেওয়া।
- অসৎ সঙ্গ ত্যাগ করুন, জীবন কে সঠিক ভাবে উপভোগ করতে পারবেন।
- আপনি যদি একজন মাদকা আসক্ত লোক কে জিজ্ঞেস করুন সুখ কোথায় সে চুখ বন্ধ করে বলবে সুখ হলো মাদক সেবন না করায়। যে সবেন করে সে ও কিন্তু এই কথা বলতেছে।
- ভালোবাসায় আসক্ত না হওয়া, এই মায়া জালে পড়লে জীবন থেকে অনেক কিছু চিনিয়ে যাবে। জীবন উপভোগ করতে গিয়ে লাইফটা ও হাতছাড়া হয়ে যাবে।
- সময়কে মূল্যায়ন করা। সময় অনেক বড় জিনিস ১২ টা বাজলে দুপুর হয় আবার ১২ টা বাজলো রাত হয়। সময় কে গুরুত্ব দেওয়া উচিত।
- মানুষকে সহোযোগিতা করতে পারেন এটাতে মনের শান্তি পাওয়া যায়।
- কারও জন্য বাঁচতে যাবেন না, নিজের জন্য বাঁচুন।
- দান করুন সামাথ্য থাকলে, মনে রাখবেন পুকুর থেকে পশু-পখী পানি পান করলে ও সে পুকুরের পানি শেষ হয়না। দান ও ঠিক এমনই।
- ফলো করুন নিজেকে, নিজের passion কে। অন্যর কথায় কান দিয়েন না।
- জীবন হলো অতি- সংক্ষিপ্ত। এমন কোন কাজ করবেন না যা ২০ বছর পরে গিয়ে বলতে না হয় ওইদিন যদি আমি ওই কাজটা না করতাম আমার জীবন টা অন্য রকম হতো।
- ভ্রমণ করতে পারেন, সে ভ্রমণ নিয়ে অন্যকে জানাতে পারেন, কোরা, নিজের ব্লগে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে।
- কোরাতে অনেক সময় অনুতপ্ত জাতিয় গল্প আসে এগুলো থেকে শিক্ষা লাভ করুন বা নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারেন।
- চাকরির জন্য পড়াশোনা করবেন না, উপভোগ করার জন্য পড়াশোনা করুন।
- নতুন নতুন মানুষের সাথে পরিচয় হোন, নতুন জায়গায় ।
- পরিবার কে সময় দিন, বন্ধু-বান্ধব এর বিপদের সময় পাশে থাকুন।
- কারো থেকে বেশি প্রত্যাশা করবেন না।
- এক আংকেল এর ঘটনা দিয়ে শেষ করতেছি। আংকেল এর নাম xyz ধরলামঃ ওনার মা বাবার ইচ্ছে ব্যাংকে জব করবে, কিন্তু নিজের ইচ্ছে ছিলো কৃষি কাজ করবে গরুর খামার গড়ে তুলার বাট মা বাবার ইচ্ছেতে MBA শেষ করা পর ওনি ১১ মাস মতো জব করেছিলো ১১ মাস পর জব ছেড়ে দিয়ে ওনার স্বপ্ন ওনি পূরণ করেছে বর্তমানে ওনি একজন সফল খামারিদের একজন তার খামারে ১৫০+ মতো গরু আছে। ওনার মা বাবা চেয়েছিলো ছেলে সাহেব হওয়ার জন্য শার্ট পরে, ট্রাই পরে চাকরি করবে মা বাবার কথাও রেখেছে তার ইচ্ছে ও পূরণ করেছে। এই ঘটনাটা আংকেল ছেলের মুখে শুনা। তাদের খামারে ও গেয়েছিলাম বেশ কয়েকবার। যখন ডিপ্রেশন থাকি তখনই অনুপ্রেরণার জন্য এখানে ছুটতে চাই মন। কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়, নিজের স্বপ্নের দিকে দৌড়ানো উচিত, তাহলে জীবনটা উপভোগ করা যায় ভালো মতো।