জীবনকে পাল্টানোর কিছু উপদেশ দেবেন কি?

    জীবনকে পাল্টানোর কিছু উপদেশ দেবেন কি?

    Add Comment
    1 Answer(s)

      * পৃথিবীতে কেবল একটিই জাতি আছে, তা হল মনুষত্ব। একটিই ধর্ম আছে, তা হল ভালোবাসা এবং একটিই ভাষা আছে, তা হল হৃদয়ের ভাষা।

      * কোনও কথা বলার আগে নিজেকে জিজ্ঞেস করে নিন, যে এই বাক্যে কেউ আঘাত পাবে না তো? এটা সত্যি কথা তো? এই কথাটা বলার আদৌ কি কোনও প্রয়োজন আছে?

      * সবাইকে ভালোবাসো, সব সময় সাহায্য কর। কাউকে কখনোও আঘাত কোরো না

      * একে অন্যকে ভালোবাসো ও একে অন্যকে সাহায্য করো। এভাবে ভালোবাসা ছড়িয়ে দাও সর্বত্র। সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার ক্ষমতা আছে ভালোবাসার মধ্যে।

      * ক্রোধ, ইগো এবং ঈর্ষা হল সবথেকে ক্ষতিকর তিন অসুখ। নিজেকে এই তিন অসুখের থেকে দূরে রাখো।

      * তুমি আসলে কোনও একজন মানুষ নও, তুমি তিনটি মানুষের সমাহার। প্রথম – তুমি নিজেকে যা মনে করো, দ্বিতীয় – অন্যে তোমাকে যা মনে করে এবং তৃতীয় – তুমি সত্যি সত্যিই আসলে যা।

      * কঠোর পরিশ্রম করে আমরা যা অর্জন করি, শুধুমাত্র সেই সাফল্যই আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকে।

      * কখনোই আপনার জীবনে অতীত হয়ে যাওয়া প্রেমিকা/প্রেমিকের সাথে যোগাযোগ করবেন না। এমনকি সে নিজে থেকে যোগাযোগ করলেও আপনি রেসপন্স করবেন না। (তবে তাঁর একান্ত ব্যক্তিগত গোপনীয় কিছু- যেমন ছবি, ভিডিও ক্লিপ, তাঁর দুর্বলতা এসব যেনো আপনার কাছেই নিরাপদে থাকে, দ্বিতীয় ব্যক্তি যেনো না জানে। মোট কথা তাঁর প্রতি যথেষ্ট সম্মান বজায় রাখুন)

      * যখনই আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন মানুষ আপনাকে ঘৃনা করতে শুরু করবে। এটা ঘটবেই,কাজেই এটার জন্য প্রস্তুত থাকুন।

      * অন্তত একটি (এই সময়ে অবশ্য দুটি) বিদেশী ভাষা শিখুন।

      * আপনি আপনার জীবনের জন্য যে পেশাটি বেছে নিতে যাচ্ছেন,আপনার মা-বাবা সেটাতেই সমর্থন দিবে,এমনটা প্রত্যাশা করবেন না।

      * জীবন চলার পথে অনেক ঘনিষ্ট ভাল বন্ধুকেও আপনি হারিয়ে ফেলবেন,তারাও মানুষ,অন্য আর দশজনের মতই। মেনে নিন।

      * চিনি,লবন এবং চর্বি জাতীয় খাবার যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন।

      * আপনাকে যারা ঘৃনা করে,কষ্ট দিয়ে মজা পায়,নিগৃহ করে;তাদের সাথে ঝগড়া বাধাবেন না। তাদেরকে করুনা করুন।

      * যে চাকরির কারনে আপনার জীবন বিষাক্ত হয়ে উঠেছে,তা নিজে থেকেই ছেড়ে দিন। আপনার মানসিক শান্তির কাছে অনেক বেশি মোটা অংকের বেতন কিছুই না।

      * আপনি চাকরিজীবী হলে নিজের কাজটা ঠিকভাবে করুন এবং অফিস গসিপ থেকে একেবারেই দূরে থাকতে চেষ্টা করুন।

      * সম্মানিত হোন। (অবশ্যই চরিত্রগুণে এবং কাজের মাধ্যমে)

      * যখনই প্রয়োজন মনে করবেন, তখনই ”না” বলুন। ”না” বলতে পারা একটা শিল্প।

      * আপনি যত বেশি সফল হতে শুরু করবেন,তত বেশি লোক আপনাকে হিংসে করতে শুরু করবে। অনলাইন, অফলাইন যেকোন জায়গায়। প্রস্তুত থাকুন।

      * যে খারাপ জিনিসগুলো দ্বারা আপনি আগে কখনো আক্রান্ত হতেন না। এড়িয়ে চলতে পারতেন। জীবনে কোন প্রভাব পড়তো না,কিন্তু এখন সেই জিনিসগুলোই আপনার কষ্টের কারন হয়ে দাড়িয়েছে। তাহলে ডাক্তারের (সাধারন বা মানসিক ডাক্তার) শরণাপন্ন হোন,বিশেষজ্ঞের পরামর্শ নিন।

      * যেকোন সামাজিক যোগাযোগের মাধ্যমই ভালো বা অন্তত খারাপ নয়;যদি আপনি তা পরিমিত পরিমান (খুবই কম) ব্যবহার করেন।

      * অনলাইনে কখনোই ”প্রেমের” সম্পর্কে জড়াবেন না। এখানে আপনি যাকে জীবনসঙ্গী/সঙ্গী হিসেবে চাচ্ছেন তাঁর সৎ হওয়ার সম্ভাবনা শুন্য।

      * ছোট ছোট আনন্দ/আনন্দের মুহুর্তগুলোর জন্যও কৃতজ্ঞ থাকুন।

      * অন্য মানুষের ছোট বাচ্চার/বাচ্চাদের সাথে খুব বেশি ঘনিষ্ট (মাত্রাতিরিক্ত আদর করা) হবেন না।

      * আপনার অক্লান্ত, কঠোর পরিশ্রম কখনোই অন্যের চোখে পড়বে না, (অন্তত সফল হওয়ার আগ পর্যন্ত)। হতাশ হবেন না।

      * আপনি যেসব খাবারে অভ্যস্ত নন এমন খাবার বা বিদেশী খাবার খেয়ে দেখুন।

      * বিদেশে গেলে সেই দেশের রীতিনীতি/প্রথাকে সম্মান করুন।

      * আমাদের জীবন এক টুকরো বরফের মতো, যা প্রতি মুহূর্তে গলে গলে ফুরিয়ে যাচ্ছে। এটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করো।

      * ঈশ্বরের সঙ্গে নিজেকে একাত্ম বোধ করলে তবেই জীবনে সুখী হতে পারবে।

      * জীবন মানেই সুখ ও দুঃখের সমাহার। দুটি সুখের মুহূর্তের মাঝে একটি দুঃখের মুহূর্ত থাকবেই।

      * ভালোবাসতে হলে নিজেকে ভুলে যেতে হবে আর নিজেকে নিয়ে মগ্ন থাকলে ভালোবাসা যাবে না।

      * অনেকে বলেন জ্ঞান হল শক্তি। তা সঠিক নয়, আসলে চরিত্রের দৃঢ়তাই হল শক্তি।

      Professor Answered on December 20, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.