জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
১.সময়কে কাজে লাগান,সময় একটা আলাদীনের যাদুর চেরাগ!
২.পরিমিতিবোধ আনুন,সবকিছুর সীমা বুঝতে চেষ্টা করুন।জীবনে অনেক বিপদ এড়ানো যায় সীমালঙ্ঘন না করলে।
৩.মানুষের কল্যানের কথা চিন্তা করুন।নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব মানুষকে যেকোন রকম সাহায্য করার চেষ্টা করুন।প্রতিদিন অল্প করে হলেও ভাবুন কিভাবে একটু কার্যকর পরিবর্তন আনা যায় সুবিধাবঞ্চিত মানুষের জীবনে।
৪.মনস্তত্ত্ব নিয়ে নিয়মিত পড়াশোনা করুন।ইন্টারনেটে অনেক রিসোর্স আছে।তাহলে মন কে নিয়ন্ত্রন করে অর্থপূর্ণ জীবনযাপন করতে সুবিধা হবে।
৫.আত্মনির্ভরশীল হওয়ার কথা ভাবুন।বাবা-মা যতই অর্থ-সম্পদের মালিক হোক,আপনি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করুন।এতে আপনার জীবনে নিজের কাছে জবাবদিহিতা বাড়বে এবং একটা মানসিক প্রশান্তি আসবে।সাথে অপচয় করার প্রবণতাও কমে আসবে।
৬.প্রচুর জানার চেষ্টা করুন।পড়াশোনা বা পড়াশোনার পাঠ্যসূচীর বাইরেও।যে যত বেশি জানে,যত বেশি জ্ঞান ধারণ করে সে তত বেশি স্মার্ট এবং তার জীবনে ভুল সিদ্ধান্ত তত কম হয়।
৭.পড়াশোনার বিষয়েও জানার জন্যে পড়ুন।তাহলে যে বিষয়ে পড়াশোনা করবেন সে বিষয়ে আপনার দক্ষতা বাড়বে।
৮.নিয়মিত ব্যায়াম করুন।শরীর ঠিক থাকলে আপনার আত্মপ্রত্যয় বাড়বে এবং মন প্রফুল্ল থাকবে।
৯.মা-বাবার কষ্টের কথা ভাবুন,তাদেরকে হাসিখুশি থাকতে সাহায্য করুন।দেখবেন,আপনার দ্বারা ভালো কাজ বেশি হচ্ছে।
১০.প্রতিনিয়ত নতুন নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন।এতে আপনার সময়টা অর্থপূর্ণ হবে এবং জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ/ব্যর্থতা কাটিয়ে উঠার মত যথেষ্ট আত্মবিশ্বাস আপনার তৈরি হবে।