জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
Add Comment
- নি:শব্দতাকে নিজের সঙ্গি করে নিন।
- চেষ্টা করবেন স্মার্ট উপায়ে ; অনেকেই চেষ্টা করতে করতে যখন দেখে যে আর হচ্ছে না তখন তারা চেষ্টা করাটা বন্ধ করে দেয়। আফসোস, তারা হয় জানে না যে, শেষ চেষ্টাটাই তার সফলতার শেষ ধাপটি ছিল।
- থমাস এডিসনকে একবার তার ব্যর্থতার কথা জিজ্ঞেস করলে সে উত্তরে বলে ” আমি হারিনি। আমি শুধু ১০,০০০ টি উপায় বের করেছিলাম যেগুলো কাজ করেনি।”
- অতীতকে হৃদয়ে রাখুন, যেন তা আপনার মগজকে নিয়ন্ত্রণ করতে না পারে।
- ” এ কাজটা করা ভালো না” —আপনার গুরুজন আপনাকে এ উপদেশ দিয়েছেন। গুরুজনের কথা তাই বলে অন্ধবিশ্বাসে তার সব কথা বিশ্বাস করে পালন করার অভ্যাস ছেড়ে দিন। আবিষ্কার করুন কেন এই কাজটি খারাপ।
- নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ রাখুন। কখন হাসতে হবে, মন খারাপ করতে হবে এগুলো খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। এ বিষয়তে অনেকেই পারদর্শী নন। এজন্য আমার প্রো টিপস আপনি ইমোশনলেস থাকুন। নহে হাসা, নহে ক্রন্দন। এতে আপনি অনেক বেশি রহস্যময় হয়ে উঠবেন।
- মাস্টারবেশন ব্রেইন কে নিষ্ক্রিয় করে দেয় ধীরে ধীরে। কিছুটা ড্রাগের মতো। বন্ধ করে দিন।
- আপনার গোল কি? সে বিষয়ে বই পড়ুন, ধারণা নেন।
- সামাজিক মিডিয়ায় কমেন্ট করার চেয়ে পড়ুন বেশি।
- উপরের দেয়া উপদেশগুলো পালন করার আগে গবেষনা করবেন কোনটা আপনার মানা দরকার আর কোনটা নয়।