জীবনে কোনটা বেশি প্রয়োজন টাকা নাকি খাবার?
জীবনে কোনটা বেশি প্রয়োজন টাকা নাকি খাবার?
হা খাবারের গুরুত্ব বেশি খাবার খেতে হবে খাবার না খেলে মানুষের বেঁচে থাকা সম্ভব না।
কিন্তু টাকার গুরুত্ব দিতে হবে কেননা বর্তমান সময়ে বিনিময়ে হিসাবে কাজ করে টাকা।
সেজন্যই টাকার গুরুত্ব দিতে হবে আধুনিক সভ্যতায় টাকার ছাড়া কোন কিছুই পাওয়া সম্ভব না।
খাবার খেয়ে আপনার জীবন ধারণ করতে হবে, খাওয়ার গুরুত্ব আছে। কিন্তু টাকা ছাড়া আপনি খাবার পাবেন কোথায় থেকে এখনকার সময়।
খাবার যে উৎপাদন করতে যে যে জিনিসগুলো দরকার জমি, চাষ, মেডিসিন, শ্রমিক, এসব নিতে গেলেও আপনার টাকা লাগবে।
তাই এখনকার সময় খাবার এবং টাকা, একটা ছাড়া আরেকটা দিয়ে আপনি চলতে পারবেন না, তারমানে আপনাকে দুটাই গুরুত্ব দিতে হবে, দুইটাই লাগবে।
টাকা এবং খাবার ছাড়া আপনার জীবন থেমে যাবে।
আর খাবার সংগ্রহ করার জন্য আপনার টাকা ইনকাম করতে হবে, তাই এই সভ্যতার সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে টাকা ইনকাম করতে হবে। এবং কি টাকা ইনকাম করতে হবে।