জীবনে সফল হওয়ার অর্থ কি পয়সা কামানো?
জীবনে সফল হওয়ার অর্থ কি পয়সা কামানো?
Add Comment
- বস্তিতে বসবাসকারী এক ছেলে সামনের আকাশ ছোঁয়া বাড়ি দেখে ভাবে : ইস্ আমার যদি ঐখানে একটা ঘর থাকত, তো বেশ হতো !
- মধ্যবিত্ত বাড়ির ছেলে পাশের বাড়ির অতিনদার ভালো রেজাল্ট ও ভালো চাকরির অফার পেয়ে আমেরিকা যাওয়া দেখে ভাবে : ইস্ কী সুন্দর ! আমাকে ঐরকম হতে হবে। আমিও একদিন আমেরিকা যাব !
- ঠিকমতো যোগাযোগ ও পয়সার অভাবে কষ্ট পাওয়া লোকটা ভাবে : ইস্ আমার যদি অনেক টাকা আর ভালো যোগাযোগ থাকত তবে কষ্ট পেতে হতো না।
- প্রতিদিন রাতে নেশা করে স্বামীর মার খাওয়া বৌটা ভাবে : সেন গিন্নি কত সুখী। সেন বাবু রোজ গাড়িতে করে ১০ মিনিট হলেও ঘুরতে নিয়ে যান। আমিও যদি যেতে পারতাম!
আরও এইরকম হাজারটা উদাহরণ চোখের সামনে দেখতে পাবেন। উপরের যেকটা উদাহরণ দিলাম সেগুলো সবার যদি পূরণ হয়, তবে তারা প্রত্যেকে সফল হবে।
- দেখুন টাকা তো চায়। টাকা আমাদের জীবনের প্রয়োজন মেটায়। ভালো খাদ্য, চিকিৎসার, বাসস্থানের জন্য টাকা অবশ্যই চায়। কিন্তু সেই টাকা যদি প্রয়োজনের থেকে অতৃপ্ত চাহিদাতে পরিণত হয়, তবে সেটা আপনার ধ্বংসের কারণ হবে।
তাই বলা যায় জীবনে সফল হওয়া মানে শুধু পয়সা কামানো নয়, জীবনে সফল হওয়া মানে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা এবং যখন বৃদ্ধ হবেন তখন যেন মনে একটা প্রশান্তি আসে, আর আপনি অনুভব করতে পারেন এই তো জীবন ! আমি তো এটাই চেয়েছিলাম ! 🙂