জীবনে সফলতা আনতে হলে কোন কোন দিক বিবেচনা করতে হয়?
জীবনে সফলতা আনতে হলে কোন কোন দিক বিবেচনা করতে হয়?
চারটি পয়েন্ট টু পয়েন্ট। বিষয় গুলি বিবেচনা করতে হবে।
- নিজের লক্ষ্য নির্ধারণ করা,
কী করবো, কীভাবে করবো, কিসের জন্য করবো ইত্যাদি। প্রশ্ন গুলোর উত্তর প্রথমে বের করতে হবে নিজের লক্ষ্য বেছে নিতে হবে। নাহলে জাহাজ বন্দরে পৌছানোর আগেই ডুবে যাবে। তাই প্রথমে নিজের একটি লক্ষ্য বেছে নেওয়া।
2.আত্মবিশ্বাস
কোন কিছু করার আগে সবছেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্নবিশ্বাস, য়েটা না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না। নিজের উপর ভারসা রাখা ভুল থেকে শিক্ষা নেওয়া ও অনুপেরনা জাগরণ করা।
3.সঠিক সিদ্ধান্ত ও একটানা কাজ চালিয়ে যাওয়া
কাজ চলার সময় একটা বিষয় মাথায় চিপকে রাখা দরকার সেটা হল সঠিক সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্তর সাথে চাই একটানা কাজ চালিয়ে যাওয়া।
4.কঠিন পরিশ্রম না স্মার্ট পরিশ্রম
গাধার মতো খেটে খেটে এগিয়ে যাওয়ার চেয়ে স্মার্ট পরিশ্রম করা বুদ্ধিমান কাজ, এতে সময় ও পরিশ্রম দুটি নষ্ট হয় না। এবং মানসিক ভাবে প্রস্তুত থাকাও য়ায় ইত্যাদি।