জীবনে সবকিছুই কি পূর্বনির্ধারিত?
জীবনে সবকিছুই কি পূর্বনির্ধারিত?
জ্বি, জীবনটা সত্যিই পূর্ব-নির্ধারিত, তবে আপনাকে কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে।আপনার স্বাধীন কর্মের মাধ্যমে আপনি অবশ্যই কম বেশি পরিবর্তন আনতে পারবেন।
এক্ষত্রে দুটো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে –
- ভাগ্য – পরিবর্তন সম্ভব
- নিয়তি – পূর্ব-নির্ধারিত
আপনার ভাগ্য কিছুটা হলেও আপনার নিয়ন্ত্রণে আছে , তবে নিয়তি নয়। যেহেতু নিয়তি পূর্ব নির্ধারিত সেক্ষেত্রে আপনার বা আমার পক্ষে এটা জানা সম্ভব নয়। তবে আপনি নিয়তি সম্পর্কে তখনি জানতে পারবেন যখন এটা ঘটে যায় বা ঘটে গেছে। আপনার কর্মফল প্রাপ্তির পরই কেবল আপনি জানতে পারেন যে আপনার নিয়তিতে কি ছিল। নিয়তি আসলে আমাদের জানার বিষয় নয় এ সম্পর্কে কেবল সৃস্টিকর্তাই ভালো জানেন।
কিন্তু আমরা ভাববো আমাদের ভাগ্য নিয়ে ,আমরা ভাববো আমাদের তরফ থেকে আমাদের প্রচেষ্টা কতটা জোরালো এবং ভালো ছিল?
আমরা যখন ভালো কর্ম করবো , যখন কঠোর পরিশ্রম করবো এর মাধ্যমে আমাদের জীবনে পরিবর্তন আসতেও পারে এবং সে পরিবর্তন ও পূর্ব নির্ধারিত। কেননা, আপনার সৃস্টিকর্তা যেহেতু সবকিছুর ই সৃস্টিকর্তা তিনি অবশ্যই এমন ক্ষমতার অধিকারী যা আমাদের কল্পনাতীত। তিনি আগে থেকেই জানেন আপনি ভাগ্যের পরিবর্তনের জন্য কি কি করবেন।
কি ব্যাপারটা অনেক জটিল মনে হচ্ছে ?
আসুন একটা উদাহরণ দেই-
ধরুন, আপনার ইচ্ছা, আপনি আপনার প্রিয় বন্ধুর সাথে দেখা করবেন। এক্ষেত্রে আপনাকে তার সাথে দেখা করতে হলে ২ ঘন্টার পথ পাড়ি দিতে হবে। আপনার কাছে ২ টা সুযোগ আছে একটা হলো বাইকে(পাঠাও) চড়ে যাওয়া আরেকটি হলো বাসে চড়ে যাওয়া। আপনি টাকা বাঁচানোর জন্য বাসে চড়ে গেলেন আর আপনার তার সাথে দেখা হলো না। কিন্তু আপনি যদি আপনার মন পরিবর্তন করে আরো বেশী প্রাধান্য দিয়ে বাইকে যেতেন তাহলে অবশ্যই দেখা হতো। এক্ষেত্রে আপনার কর্মের জন্য আপনিই দায়ী আর আপনার সৃস্টিকর্তা জানেন আপনি এটাই করবেন -আর এটাই আপনার নিয়তিতে ছিল। এর জন্য আপনি কাউকে দায়ী করতে পারবেন না।
অনেকে হয়তো বলবে, চেষ্টার কোনো ত্রূটি ছিল না তবুও কেন এমন হলো ? আপাত দৃষ্টিতে তাই মনে হলেও যা হয়েছে বা হয় ভালোর জন্যই হয় – আমরা হয়তো বুঝতে পারি না। তবে ধীরে ধীরে আপনি সব বুঝতে পারবেন।