জীবনের উদ্দেশ্য কি?
ধরুন একজন ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পড়ছেন।তাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে কি করবেন?তিন হয়তো বলবেন, জানি না।অর্থাৎ বোঝা গেল এই ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন এক্ষেত্রে তার কোন উদ্দেশ্য নেই।আবার ধরুন একজন ব্যক্তি হাটতে হাটতে একটা রাস্তার মোড়ে এসে দাড়ালেন।এমন সময় তার পাশ কেটে যাওয়া একজন পথিককে তিনি জিজ্ঞেস করলেন এই রাস্তা কোথায় গিয়েছে, ভাই?পথিক জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন?তখন ঐ ব্যক্তি বললেন, আমি জানি না।পথিক তখন বলবেন আপনি যেকোন স্থানেই যান, কোন সমস্যা হবে না।এখানে লোকটার কোন উদ্দেশ্য নেই। তার কাজ এখানে কোন পার্থক্য সৃষ্টি করে না কারন তার কোন গন্তব্য নেই।আবার ধরুন,একজন বিল্ডার একটা বিল্ডিং করবেন আর সেজন্য মাটিতে গর্ত করছেন।এখন একজন এসে তাকে জিজ্ঞেস করলেন,এই বিল্ডিং কত তলা হবে, ভাই? বিল্ডার বললেন,জানা নেই।অর্থাৎ এখানে বিল্ডারের নির্দিষ্ট কোন লক্ষ্য নেই।
আমাদের এই জীবনের মূল উদ্দেশ্য কি?
পৃথিবীতে এই যে আমাদের অস্তিত্ব এটার উদ্দেশ্যটা কি? আপনার কি মনে হয় আপনি কিংবা আপনার পরিচিত কেউ এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবেন?উত্তর হবে না।তাহলে কি আলবার্ট আইন্সটাইন কিংবা শেক্সপিয়ার এর উত্তর দিতে পারবেন? অবশ্যই এরও উত্তর হবে না।তাহলে কি দার্শনিকগন এর সঠিক উত্তর দিতে পারবেন?এরও উত্তর হবে না। জীবনের উদ্দেশ্য কি তার উত্তর দিতে পারবেন কেবল তিনিই, যিনি জীবন নামক বস্তুটাকে সৃষ্টি করেছেন।আর তিনি হলেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান মহান আল্লাহ্ রাব্বুল আ’লামিন।