জীবনের সব চিন্তা কিভাবে দূর করবো?
জীবনের সব চিন্তা কিভাবে দূর করবো?
Add Comment
উত্তরের অনুরোধ করেছেন, “অভীক”।
জীবনের সব চিন্তা দূর করা সম্ভব নয়। চিন্তাহীন জীবন, প্রাণের স্পন্দনকে স্তিমিত করে রাখবে। বেঁচে থাকার উত্সাহকে, উদ্দীপনাহীন করে তুলতে পারে।
সাধু-সন্ত যারা চিন্তাশূন্য মন নিয়ে ধ্যানে বসেন, তাঁরাও ঈশ্বরের চিন্তায়, নিজেকে নিজে জানার চিন্তায়, মগ্ন হয়ে থাকেন।
সুতরাং, একটি জীবনে চিন্তার অবস্থান, অপ্রতিরোধ্য এবং স্বাভাবিক বলেই মনে করি।
জীবন থেকে দূর করার চেষ্টা হোক, “চিন্তা” নয়, নেতিবাচক চিন্তার প্রবাহ। ইতিবাচক চিন্তায় নিজেকে ব্যাপৃত রাখার চেষ্টা করা হোক। এতে, জীবনে অপ্রাপ্তির বেদনা ঘুচতে থাকবে, প্রাপ্তি সুখে উল্লসিত হয়েই থাকবে, ইতিবাচক চিন্তার সন্ধানে নিবেদিত একটি পরিপূর্ণ জীবন।
ধন্যবাদ।