জীবনের সবচেয়ে অপ্রয়োজনীয় অলিখিত নিয়ম কোনটি এবং কেন?
জীবনের সবচেয়ে অপ্রয়োজনীয় অলিখিত নিয়ম কোনটি এবং কেন?
প্রিয় সুহৃদ, চমৎকার প্রশ্ন। আমার কাছে অপ্রয়োজনীয় বিষয় হলো ‘টাকা’ উপার্জন করে বেশি বেশি খাওয়া আর সমাজের মানুষের কাছে “সাফল্য” দেখানোর প্রাণান্ত প্রচেষ্টা।
কেননা বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় টাকা’ই মানুষের চিন্তা-চেতনা,স্বপ্ন সব কিছুর মূল। টাকা ছাড়া নাকি সব অচল। অথচ আমার কাছে মনে হয় টাকার মত বাজে বিষয় আর একটাও নেই।।
অনার্স মাষ্টার্স শেষ করে গ্রামে গিয়ে ছোট্ট ঘরে বসবাস, পাশের জমিতে হালকা সবজী চাষ, অন্য সময় বই পড়া, মসজিদে নামাজ আদায় করা, এর চেয়ে সুখী জীবন আর কোনটা হতে পারে? আমি আজ পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল শহরে অবস্থান করছি, কিন্তু আমার কল্পনার গ্রামের ছোট্ট ঘরে যে শান্তি নিয়ে ঘুমাতে পারতাম, এখন কি তা পারি??
মোটেও না।। এটাই অলিখিত নিয়ম।। যা চাইবেন, তা পাবেন না আবার যা পাবেন, তা চাননি।।