জীবনের সবচেয়ে কঠিনতম সত্য কী?

    Doctor Asked on November 27, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      • ১. জীবন একটি সাইকেল চালানোর মত। যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে।
      • ২. যোগ্য ব্যক্তিরা-ই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা।
      • ৩. জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই
        তুমি যদি গরীব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরীব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ।
      • ৪. তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু কর।
      • ৫. বাস্তবতা নিছক একটি মায়া, যদিও এটি খুব স্থায়ী।
      • ৬. দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না।
      • ৭. এমন জীবন তুমি করিয় গঠন মরিলে হাঁসিবে তুমি, কাঁদিবে ভূবন।
      • ৮. মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তেক এসে পৌছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়।
      Professor Answered on November 27, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.