জীবনের সাফল্য কী?
জীবনের সাফল্য একেক জনের কাছে একেক রকম এবং জীবনের সাফল্য সময়ের সাথে সাথে পাল্টায় ৷
যেমন :
১) একজন শিশু যখন ছোট বেলায় কোন অবাস্তব জিনিস বাস্তবায়ন করতে চাই , তখন সেটাই তার কাছে সাফল্য। এটা হতে পারে, যাদুর মাধ্যমে আকাশে উড়তে চাওয়া , পর্দায় দেখা অবাস্তব কার্টুনের সাথে দেখা করতে চাওয়া, যা বাস্তবে সম্ভব না।
২) এই শিশুটা যখন একটু বড় হবে তখন সে আগের অবাস্তব কল্পনা করা বাদ দিবে, মানে সেটা এখন কোন সফলতা না। তখন সে পড়াশোনা নিয়ে থাকবে, এখন ভালোভাবে পড়াশোনা করতে পারাই তার কাছে সফলতা।
৩) মানুষটা যখন আরেকটু বড় হবে, যখন মনের মধ্যে বিভিন্ন আবেগ আসতে শুরু করবে৷ তখন তার কাছে তার পছন্দের মানুষটাকে কাছে পাওয়াই হচ্ছে সফলতা।
৪) আরো একটু বয়স বাড়ার পর এখন তার টাকা-পয়সা রোজকার করার জন্য একটা ভালো চাকরি পেতে হবে, কারণ বিয়ে—শাদী এবং পরিবার তো চালাতে হবে । এখন এই চাকরিই তার কাছে সফলতা।
৪) এখন ধরে নিই সে তার ১,২,৩ এর চাহিদা ও পছন্দের মানুষটাকে পেয়ে গেছে, যেমনটা সে চেয়েছিলো, কিন্তু সেগুলো এখন তার কাছে আর কোন সফলতা না। ধরে নিই এখন সে বিয়ে করে ফেলেছে, কিন্তু দূর্ভাগ্যবশত তার বাচ্চা হচ্ছে না। এখন তার কাছে মাত্র একজন বাচ্চা সন্তানের মা/বাবা হওয়াটায় সফলতা ।
৫) এখন ধরে নিই যে, সে তার ১,২,৩,৪ এর সবগুলোই পেয়ে গেছে, কিন্তু হঠাৎ সে ভয়ংকর এক্সিডেন্ট অথব রোগে আক্রান্ত হলো। এখন এই মৃত্যু পথযাত্রী রোগীর কাছে, সেই মুহুর্তে কোনভাবে বেঁচে ফেরায় হচ্ছে সাফল্য, যদি সে প্যারালাইজড হয়েও যাই, তাহলেও কোন সমস্যা নাই কিন্তু বেঁচে থাকাটায় তার কাছে আসল বিষয়।
৬) এখন ধরে নিই সে কোনভাবে বেচেও গেল কিন্তু বেচে থাকতে পারলেও তার আর স্বাভবিক ভাবে বেঁচে থাকা সম্ভব না। সে এখন বিভিন্ন রোগে জর্জরিত, বয়সও হয়ে গেছে অনেক। তার কাছে এখন স্বপ্ন সে যদি আবারও পুরনো দিনে ফিরে যেতে পারতো, সেই শৈশবকাল, সেই কৈশর কাল, সেই যৌবনের বয়সটা সে প্রতিনিয়ত মিস করে। সে তার পুরনো দিনগুলো অবাস্তবভাবে ফিরে পেতে চাই। যেমনটা সে তার ছোটবেলায় অবাস্তবভাবে তার প্রিয় কার্টুনের চরিত্রের সাথে দেখা করতে চাইতো, চাইতো সেই আকাশে ডানা মিলে উড়তে। কিন্তু বাস্তবে তা অসম্ভব।
৭) আরো কিছু বছর পরে, এখন সে এতোই অসুস্থ যে, সে আর কোন কিছু সহ্য করতে পারছেনা, তার শরীর ব্যাথা করছে, তার হাড়ে ব্যাথা করছে, মাথায় ব্যাথা করছে, সে এখন বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় জর্জরিত। সে এখন শুধুই চাই এই মায়ার পৃথিবী থেকে চলে যেতে, সে এখন মনে করে এই পৃথিবী থেকে চলে যেতে পারলেই আমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে এখন তার কাছে এটাই সফলতা।
এখন কিভাবে বুঝবেন সাফল্য কি? তাই পৃথিবীর নিয়ম আমার কাছে অদ্ভুত ও রহস্যময়। যে কিনা বিভিন্ন রহস্যে সবসময়ই ডুবে থাকে ।