টাক মাথায় কি চুল গজানো সম্ভব?
টাক মাথায় কি চুল গজানো সম্ভব?
মাথায় টাক পড়ার বিষয়টা আসলে এক ধরনের হরমোনের কম বেশি হওয়ার সাথে যুক্ত। মূলত ৫-আলফা রিডাকটেজ নামক একটি এনজাইমের কারণে মানুষের শরীরে থাকা টেস্টোস্টেরন নামক হরমোনটি যেটি বয়:সন্ধিকালে বেশি হয়ে থাকে সেটি ডিহাইড্রোটেস্টোস্টেরনে(ডিএইচটি)পরিণত হয়ে থাকে। এই ডিহাইড্রোটেস্টোস্টেরন মাথার চুলের ফলিকলে এক ধরনের প্রতিকূল অবস্থার তৈরি করে। এই হরমোন রিসেপটরটির কারণে চুলের গ্রোথ নষ্ট হয়ে যায়, চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে, চুল পড়ে এবং মাঝে মাঝে চুলের গ্রোথ একেবারে বন্ধ হয়ে যায়। এই কারণে মূলত অনেকেই টেকো হয়ে যান।
টাক সমস্যার সমাধানে হয়ত ওভাবে কোনো কার্যকরী সমাধান নেই তবে কিছু ঘরোয়া উপায়ের মা্ধ্যমে কিছুটা যত্ন নেয়ার ফলে এই সমস্যার খানিকটা সমাধান সম্ভব। তবে বর্তমানে বৈজ্ঞানিকরা মানুষের ত্বকের স্টেম সেল থেকে ইঁদুরের দেহে নতুনভাবে চুল উৎপন্ন করতে সক্ষম হয়েছেন।