ঢাকায় সর্বপ্রথম বাংলাদেশের রাজধানী হয় কত সালে?
ঢাকায় সর্বপ্রথম বাংলাদেশের রাজধানী হয় কত সালে জানতে চাই?
Add Comment
ঢাকায় সর্বপ্রথম বাংলাদেশের রাজধানী হয় ১৬১০ সালে, সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। আর তাই ঢাকার আর এক নাম জাহাঙ্গীরনগর ।
১৬১৩ সালে মৃত্যুর আগে সুবেদার দলুয়া বা ধোলাই নদীর ( বর্তমান বুড়িগঙ্গা ) তীরে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন যার নাম ছিল কেল্লা ই জাহাঙ্গীর। এই কেল্লাতেই পরবর্তীকালে ইংরেজরা নবাব সিরাজদৌলার স্ত্রী সন্তানদের বন্দী করে রেখে ছিল।