তীর্থের সবচেয়ে আকর্ষণীয় স্থান কি?

    তীর্থের সবচেয়ে আকর্ষণীয় স্থান কি?

    Train Asked on October 28, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      এক একজনের কাছে এক এক রকম। আমি নাস্তিক নই, সুতরাং কিছু তীর্থে গিয়েছি। তবে তীর্থ যাত্রা করতেই হবে এমন মনে করি না। কারণ পুরোহিত, পান্ডাদের কব্জায় থাকা বিগ্রহ, একদল ভিখারী, পরিত্যক্ত ফুল পাতার দুর্গন্ধ আর বিক্রেতাদের pushing sale একদম ভালো লাগে না! তবে বিভিন্ন মানুষের সাক্ষাৎ, দেশের একাত্মতার প্রত্যক্ষ অনুভব এবং দুই এক জন প্রকৃত মহাত্মার দেখা পাওয়ার আকাঙ্খায় তীর্থযাত্রার বিকল্প নেই! হিন্দু ধর্মের সর্ব শ্রেষ্ঠ তীর্থ বারানসী (কাশী)। যাওয়ার ইচ্ছে আছে, তবে এখনো যাওয়া হয় নি।

      তবে আজ আমার তথা ভারতীয়দের সর্ব শ্রেষ্ঠ তীর্থ দর্শন হয়ে গেল! রামেশ্বরম । না না, যাঁরা ভাবছেন রামেশ্বরম এর বিখ্যাত শিব মন্দিরের কথা ভাবছেন সেটা সত্যি হলেও সত্যি নয়। আজ আমাদের প্রজন্মের দেখা সর্ব শ্রেষ্ঠ ভারতীয়, জনগণের রাষ্ট্রপতি, মিসাইল ম্যান স্যার এ পি জে আবদুল কালাম স্যারের বাড়ি পরিদর্শন করলাম! তাঁর পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন পদক, তাঁর বিভিন্ন বয়সের ছবি, ব্যবহৃত জিনিসপত্র আর প্রায় চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের থেকে প্রাপ্ত ডি লিট উপাধি ইত্যাদি দেখে একজন ভারতীয় হিসেবে গর্বে বুকটা ভরে উঠছিল! আসার সময় ওনার সমাধি ক্ষেত্রে প্রণাম জানালাম। আর মনে মনে ভাবছিলাম এই মস্ক স্ট্রিটের পৈতৃক বাড়ি থেকে এই সমাধি ক্ষেত্র পর্যন্ত যে দীর্ঘ যাত্রা — সেটা আগামী প্রজন্মের জন্য একটি শিক্ষা, একটা ধ্রুব তারা! জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়ের কাছে একটা আদর্শ পথ! শুধু উইংস অব ফায়ার এর পাতা গুলো জীবন্ত হয়ে উঠছিল তাই নয়, মাথা নত হয়ে আসছিল এই জাতীয় শিক্ষকের প্রতি শ্রদ্ধায়। মনে হচ্ছিল আমার শ্রেষ্ঠ তীর্থ যাত্রা হয়ে গেল।

      Professor Answered on October 28, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.