তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের কি যৌন অনুভূতি আছে?
তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের কি যৌন অনুভূতি আছে?
Add Comment
তৃতীয় লিঙ্গের অধিকারী ব্যক্তিদের হিজড়া বা শিখন্ডী বলা হয়ে থাকে। এরা শারীরিকভাবে (যৌনাঙ্গ ব্যতীত) অনেকটাই পুরুষের মত হয়ে থাকেন অর্থাৎ পেশী, গলার স্বর, চেহারার আকৃতি ইত্যাদি পুরুষের মত কিন্তু আচার আচরণে নারীদের মত। এদের যৌনাঙ্গ অনেকটা ভিন্ন ধরনের হয়ে থাকে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অবশ্যই যৌন অনুভূতি রয়েছে। কেননা এরা সবকিছুর উর্ধ্বে মানুষ। শারীরিক অনুভূতি তাদের অন্যান্য মানুষের থেকে কিছুমাত্রও ভিন্ন না। এরাও শারীরিকভাবে আকর্ষণ অনুভব করে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এরা ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে থাকেন কেননা এরা শারীরিক (যৌনাঙ্গ) গঠনে অনেকটাই নারীদের মত। শারীরিক মিলনে এদেরও অর্গাজম নির্গত হয়ে থাকে এবং শারীরিক মিলনে সুখ অনুভব করে থাকেন।