দাঁত বেশ বড় দেখায়, কী করবো?
দাঁত বেশ বড় দেখায়, কী করবো?
Add Comment
দাঁত বড় কি ইদানীং দেখায় নাকি সবসময় এমনটা ছিল? অনেক কারণেই বড় দেখাতে পারে; jaw size যদি tooth এর চেয়ে ছোট থাকে ; periodontits; gingival ressision, flavi gingiva ইত্যাদি কারণেও হতে পারে। আপনার কোনটি হয়েছে তা না দেখে বলা যাবে না। সরাসরি দন্তচিকিত্সক এর সাহায্য নিন। চিকিৎসক আপনার দাঁত দেখে প্রয়োজনীয় চিকিৎসা বলে দেবেন।