না বলতে শেখা কেন এতোটা জরুরি?

    Add Comment
    1 Answer(s)

      জীবনে চলার পথে ‘না’ বলতে পারাটা অনেক বেশি জরুরী।অনেক সময় অপরকে খুশি করানোর জন্য তাদের সাথে আমাদের সহমত পোষণ করতে হয়,হ্যাঁ বলতে হয়।অন্যের দাবি-দাওয়া পূরণ করার জন্যও আমরা তাদেরকে হ্যাঁ বলতে হয়।এভাবে সব সময় হ্যাঁ বলার পরিণাম অনেক ভয়াবহ হয়ে উঠতে পারে।

      বারবার ‘হ্যাঁ’ বলা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা।জীবনকে আরো বেশি অর্থপূর্ণ,উৎপাদনশীল,উর্বর ও তাৎপর্যপূর্ণ করতে ‘না’ বলতে পারার বিকল্প নেই।অনেক ক্ষেত্রে সে ‘না’ মুখের উপরে বলতে হবে।মুখের উপর ‘না’ বলা সম্ভব না হলে কৌশলের আশ্রয় নিতে হবে।কৌশলগতভাবে মানুষকে ‘না’ বলতে হবে অথবা তাদের নিয়মতান্ত্রিকভাবে এড়িয়ে যেতে হবে।আমি মনে করি,যে যত বেশি ‘না’ বলতে পারে সে ততো বেশি সফল।’না’ বলাটা বা ‘না’ বলতে শেখা যে কারণে জরুরী—

      1. যত বেশি ‘না’ বলতে শেখা যাবে,ততো বেশি সময়ের অপচয় রোধ করা সম্ভব।
      2. যারা ‘না’ বলতে শিখে গেছে তারা অনেক আত্মবিশ্বাসী এবং সাহসী।
      3. সুশৃঙ্খল এবং উৎপাদনশীল জীবন-যাপনের জন্য ‘না’ বলতে শেখা জরুরী।
      4. জীবনমুখী এবং ক্যারিয়ার অরিয়েন্টেড হতেও ‘না’ বলতে শেখার বিকল্প নেই।
      5. ‘না’ বলতে শেখার মধ্য দিয়েই মিতব্যয়ী হওয়া সম্ভব,অযাচিত আর্থিক খরচ হ্রাস করাও সম্ভব।
      6. যারা ‘না’ বলতে শিখে গেছে তাদের self-esteem অন্যদের তুলনায় বেশি,তারা অন্যদের তুলনায় আত্মনির্ভরশীলও বটে।
      7. ব্যক্তিত্ববান হতেও ‘না’ বলতে শেখা জরুরী।
      8. আত্মনিয়ন্ত্রণ এবং নিজের উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হলেও অন্যকে ‘না’ বলতে শেখা জরুরী।
      9. সচেতনতা বৃদ্ধি,দক্ষতা বৃদ্ধি এবং আত্মমর্যাদাশীল জীবনযাপনের জন্য ‘না’ বলতে শেখার গুরুত্ব অপরিসীম।
      10. ব্যক্তিস্বাধীনতা,মত প্রকাশের স্বাধীনতা,ধর্মীয় বিশ্বাস ও অবিশ্বাসের স্বাধীনতা চর্চার ক্ষেত্রেও ‘না’ বলতে শেখার গুরুত্ব অস্বীকারের উপায় নেই।
      11. জীবনের প্রয়োজনে আমাদের অপরকে ‘না’ বলতে হয়। আবেগের বশবর্তী হয়ে এবং অন্যের মন রক্ষার জন্য নিজেকে বিলিয়ে না দিতেও ‘না’ বলতে শিখতে হবে।অর্থাৎ,মনের বিরুদ্ধে গিয়ে ‘হ্যাঁ’ বলা যাবে না,’না’-ই বলতে হবে।তবে যে ‘হ্যাঁ’ মনের ইচ্ছা পরিপন্থী,সে ‘হ্যাঁ’ অগ্রহণযোগ্য।যে ‘হ্যাঁ’ স্বাধীন,সে ‘হ্যাঁ’-ই আসল ‘হ্যাঁ’।তাই,আসল ‘হ্যাঁ’ এর ভিত্তিতে নারী-পুরুষ একে অপরকে উপভোগ করলে সেটি অবশ্যই সমর্থনযোগ্য।
      12. নিজেকে নিয়ন্ত্রণমুক্ত এবং স্বনির্ভর করতেও ‘না’ বলতে শেখার গুরুত্ব বলার অপেক্ষা রাখে না।
      13. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও ‘না’ এর ব্যাপক ভূমিকা রয়েছে।অন্যের চাপিয়ে দেয়া সিদ্ধান্তকে গ্রহণযোগ্য মনে না হলে,তা অস্বীকার বা প্রত্যাখ্যান করতে ‘না’ বলতে দ্বিধাবোধ করা যাবে না।
      Professor Answered on October 31, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.