নারিকেল তেল এর উপকারিতা কি কি?
নারিকেল তেল এর উপকারিতা কি কি?
Add Comment
তেলের কথা বলতে গেলে আমাদের দেশে সর্বপ্রথম যে নামটি মাথায় আসবে, তা হলো নারিকেল তেল। চুলের যত্নে শত শত বছর যাবত ব্যবহৃত হয়ে আসছে এই তেল। নোয়াখালীসহ যে সকল অঞ্চলে নারিকেল বেশী জন্মায়, সেইসব অঞ্চলে রান্নাতেও ব্যবহার করা হয় এই তেল। তবে সব চাইতে বহুল ব্যবহার কেশ চর্চাতেই।
নারিকেল তেলে মেথি ভিজিয়ে রেখে সেই তেল ব্যাবহারে চুলের গোড়া মজবুত হয়। এ ছাড়া ত্বকে মালিশ করলেও উপকার পাওয়া যায়। ত্বকের ব্লিচ হিসেবে নারকেল তেল যে ব্যবহৃত হতে পারে তা আমরা অনেকেই জানি না। নারকেল তেল দিয়ে নিয়মিত ম্যাসাজ করলে ত্বক উজ্জ্বল হয়। পিগমেন্টেশনের সমস্যা দূর করে। চোখের পাতায় নিয়মিত নারিকেল তেল লাগালে আখিপল্লব দীর্ঘ ও ঘন হয়।