নিজেকে নাকি অন্যকে, কাকে বোঝানো কঠিন?
নিজেকে নাকি অন্যকে, কাকে বোঝানো কঠিন?
নিজেকেই বোঝানো সহজ। আর অন্যকে বোঝানো কঠিন।
কথায় বলে আমি সব কিছু মানতে রাজি বড় তালগাছ টা কিন্তু আমাকেই দিতে হবে। এই হলো অন্যেকে বোঝানোর অবস্থা।
তাহলে সহজ করে আমি আপনাকে একটা গল্প বলতে পারি এক কৃষকের একটা সুন্দরী বৌ ছিল। সে তার বৌকে ভীষন ভালোবাসতো। একদিন কৃষক তার ফসল বিক্রিয় করতে বাজারে গেল। ফসল বিক্রয় করার পরে সে তার হিসাব মিলাতে পারছে না। এ নিয়ে তার মনে চিন্তা ধরে গেল। কিছুতেই হিসাব মিলছে না।তাই সে হিসাব মিলানোর জন্য বাজারের মধ্যে ঘোষনা করল যে আমার হিসাব মিলিয়ে দিতে পারবে আমি তাকে আমার সুন্দরী বৌ কে দিয়ে দিব। এমন আজব কথা নিমিষেই চারিদিকে ছড়িয়ে পড়ল। রাতে যখন কৃষক ঘরে ফিরে এলো তখন তার স্ত্রী তাকে বলল এবার কি হবে ? যদি কেউ তোমার হিসাব বুঝিয়ে দিতে পারে তাহলে তো তুমি আমাকে হারাবে।