নিজের পরিচয় গোপন রেখে মাদক ব্যবসাই কে কিভাবে ধরিয়ে দিবো?
নিজের পরিচয় গোপন রেখে মাদক ব্যবসাই কে কিভাবে ধরিয়ে দিবো?
__ভাই এটা তো খুবই ভালো কথা, তবে আপনি কাকে ধরিয়ে দিবেন এবং কার কাছে, আইনের কাছে, কিন্তু তারা তো ছেড়ে দিবে, ঘুষ মেরে দিলে তাদের,
___আপনি কোন আইনের কথা বলেন ঐ আইন সহ এই ব্যবসায় জড়িত, তা না,হলে তারা কত’জনকেই তো ধরে তারা আবার বিচার না করে ছেড়ে দেয় কেন, তার কারণ তাদের ঘুষ দেওয়া হয়,
___এবং এখান থেকেই বোঝা যায় তারাও, চাচ্ছে না যে এই লোকগুলোর বিচার হোক, এবং এই কারবার বন্ধ হোক, কারণ তাদেরও লাভ হচ্ছে কিভাবে, ওই যে ঘুষের টাকা পাচ্ছে, আর পেট বড় করতেছে,
___আইনের চিন্তা ওই ব্যবসা করুক কিছুদিন পরে পরে ধরবে আর ঘুষ খেয়ে টাকা নিবে, তাদেরও লাভ হচ্ছে, এজন্য আমি বলি তারাও এই ব্যবসায় জড়িত,
___তো ভাই আপনি এই ঝামেলায় যাইয়েন না, তারা খুবই খারাপ আপনার ক্ষতি করতে পারে, সুতরাং আপনি একা, ওই পুলিশ-দের বলে দিবেন, আর আপনার পরিচয় যতই গোপন রাখুন না কেন, পুলিশ তাদের বলে দিবে কারণ পুলিশ এই ব্যবসায় জড়িত, পুলিশও টাকা পাই ঘুষ খেয়ে, পরিষদের বলে দিলে ওরা খারাপ,
___তারপর ওই হারামজাদারা আপনার ক্ষতি করবে, রাতে দিনে যখন তখন ক্ষতি করবে আপনার—তাই ওসব বাদ দেন, আল্লাহর রহমতে নিজের কর্মে মনোযোগ দিন নিজে হকের পক্ষে থাকুন, তবে আপনি আপনার মত ভালো মানুষ যারা আছে তাদের সাথে পরামর্শ করুন এই বিষয়, আশা করি বুঝেছেন,