নিজের ব্যক্তিগত স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে কিভাবে উপযুক্ত ব্যবস্থা নিতে পারি?

    Add Comment
    1 Answer(s)
      1. প্রথমত তাকে বোঝানোর চেষ্টা করুন যে সে যেন নিজের চরকায় তেল দেয়।
      2. যারা হরহামেশাই ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করতে চান তাদের সাথে ইগো দেখান।
      3. যারা ব্যক্তিস্বাধীনতা বিরোধী আচার আচরণ করে তাদের সাথে কখনো নিজেকে তুলনা করতে যাবেন না।
      4. চেষ্টা করতে হবে তাদেরকে এড়িয়ে চলার জন্য।তবে গায়ে পড়ে আপনাকে নিয়ে নাক গলাতে আসলে তাদেরকে একহাত নিতে ভুল করবেন না।
      5. তবে সংকট যদি পরিবার থেকে উৎপত্তি হয় সেক্ষেত্রে পরিবার থেকে সেপারেট হয়ে যান।
      6. মানে হল- আলাদাভাবে থাকুন।পরিবারের সাথে থাকার প্রয়োজন নেই।
      7. অমুক-তমুক কি বলল,এসব নিয়ে মাথা ঘামাবেন না।
      8. প্রয়োজনে সিঙ্গেল চলুন।তারপরও নিজের ব্যক্তিস্বাধীনতাকে বিকিয়ে দেয়া যাবে না।
      9. মাঝেমাঝে একদম সাইলেন্ট হয়ে যান।সবাইকে বুঝিয়ে দিন যে আপনার ব্যক্তিস্বাধীনতার গুরুত্ব কত বেশি।
      10. যারা ব্যক্তিগত প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করে এবং ব্যক্তিগতভাবে গায়ে পড়ে উপদেশ দিতে চান- তাদের সাথে মজা নিন।
      11. ব্যাক্তিস্বাধীনতার চর্চা করতে হলে আপনাকে হতে হবে ইউনিক এবং অনেক বেশি ইনফ্লুয়েন্সিং।
      Professor Answered on January 23, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.