পরিবারের অমতে বিয়ে করা কতটুকু যুক্তিযুক্ত হবে?
সার্বিক দিক বিবেচনায় বলা যায় যে পরিবারের অমতে বিয়ে করা কখনই আপনার জন্য ঠিক হবে না। কারণ এতে একদিকে যেমন আপনার পরিবার অনেক বেশি কষ্ট পাবে অন্যদিকে আপনার পরিবারের সাথে যোগাযোগের পথ বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার একমাত্র কাজ হবে ধৈর্য ধরা এবং পরিবারের সম্মতি অর্জনে কাজ করে যাওয়া।
– প্রথমত আপনি আপনার মাস্টার্স কমপ্লিট করুন এবং একটি যোগ্য চাকরিক্ষেত্র বেছে নিন।
– আপনি আপনার বয়ফ্রেন্ডকে বুঝিয়ে বলুন আর কিছুদিন ধৈর্য ধরতে। পরিকল্পনা মাফিক এগুলে আপনার সম্পর্ক স্থায়িত্ব লাভ করবে এই আশ্বাস দিন।
– পরিবারের অমতে বিয়ের ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে বয়ফ্রেন্ডকে বুঝিয়ে বলুন।
– ধীরে ধীরে বয়ফ্রেন্ডের পরিবারের সাথে আপনার পরিবারের পরিচয় করিয়ে দিন।
– নিজেকে এমন একটি পজিশনে স্থাপন করুন যেখানে আপনার পরিবার আপনার মতামতের মূর্যা য়ণ করে।
– বয়ফ্রেন্ডের সাথে শারীরিক মিলনে আর কয়েকদির ধৈর্য ধরুন।
পরিকল্পনা করে জীবনের পথে এগুলো আশা করা যায় একদিন আপনার পরিবার আপনাদের সম্পর্ক মেনে নিবেন এবং পরিবারের মতেই আপনাদের বিয়ে দিবেন। ধন্যবাদ