পাইলস রোগ সম্পর্কে বিস্তারিত জানতে চাই
পাইলস রোগ সম্পর্কে বিস্তারিত জানতে চাই
Add Comment
পাইলস হলো পায়ুপথ ও মলদ্বারের নিচে অবস্থিত প্রসারিত এবং প্রদাহযুক্ত ধমনী। মলত্যাগের সময় কষা হলে অথবা গর্ভকালীন সময়ে এ সমস্ত ধমনীর উপর চাপ বেড়ে গেলে পাইলসের সমস্যা দেখা দেয়।
পাইলস হলে নিচের সাধারণত: যেসব লক্ষণ দেখা দেয়ঃ
-মলত্যাগের সময় ব্যথাহীন রক্তপাত;
-পায়ুপথ চুলকানো অথবা অস্বস্তিকর জ্বালাপোড়া, ব্যথা;
-পায়ুপথ থেকে বাইরের দিকে ফোলা ও ব্যথা লাগা;
-পায়ুপথের মুখে চাকা অনুভব করা ও ব্যথা লাগা;
কিছু কিছু কারণ আছে যার জন্য পাইলস হতে পারে। যেমন বংশগত, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, অনেকক্ষণ গরমে থাকা, ভারী ওজন তোলা, গর্ভাবস্থা, আঁটসাঁট পোশাক পরা, হরমোনের প্রভাব, আঁশজাতীয় খাবারের অভাব ইত্যাদি।
ঔষধ এবং শল্য চিকিৎসা ছাড়া পাইলসের আরো যেসব চিকিৎসা আছে সেগুলো হলোঃ রাবার ব্যান্ড লাইগেশন, ইনজেকশন, কোয়াগুলেশন।