পানিতে কাপড় ধুলে লালচে হয়ে যায়, ত্বকেও সমস্যা হচ্ছে, কী করব?
পানিতে কাপড় ধুলে লালচে হয়ে যায়, ত্বকেও সমস্যা হচ্ছে, কী করব?
Add Comment
আপনার ব্যবহৃত পানিতে আয়রন আছে। আপনি পানি ফিল্টারের মাধ্যমে পরিস্কার করে ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি বড় মাটির চাড়ী কিনে উঁচু স্ট্যান্ড এ রাখবেন, তলায় কয়েকটি ফুটো করে নেবেন , তার উপর স্পঞ্জ বিছাবেন এবং তার উপর বালু দেবেন। সবার উপরে পাতলা কম্বল বিছিয়ে দেবেন। এরপর পানি ফিল্টার করে নেবেন। পানি খুব তাড়াতাড়ি ফিল্টার হবে। কয়েকটি ফুটো করলে পানি তাড়াতাড়ি পড়বে।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।