|
পিরিয়ডের সময় স্তন ভারী অনুভব করা কি স্বাভাবিক?
পিরিয়ডের সময় স্তন ভারী অনুভব করা কি স্বাভাবিক?
Add Comment
পিরিয়ডের সময় স্তন ভারী হতে পারে। এটা খুব অস্বাভাবিক কিছু নয়। দুই স্তনেই একসাথে ব্যথা হয় কি না, কিংবা যে স্তনে ব্যথা হয়, সেখানে কোন চাকা আছে কি না তা খেয়াল করুন। আর যদি দুই স্তনে ব্যথা অনুভব করেন এবং কোন চাকা না থাকে, তাহলে মাসিকের এক সপ্তাহ প্রতিদিন সকালে ও রাতে “ইভেনিং প্রিমরোজ ওয়েল ৫০০ মি গ্রা” সকালে ও রাতে একটি করে খেয়ে দেখতে পারেন। আর প্রয়োজন হলে একটি ম্যামোগ্রাফি করে নিশ্চিত হয়ে নিন যে কোন টিউমার আছে কিনা। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন :
ডাঃ নিবিড়
ইন্টার্ন চিকিৎসক
ময়মনসিংহ মেডিকেল কলেজ।