পুরুষের মতো নারীদের স্বপ্নদোষ হলে ইসলামের বিধান কী?
পুরুষের মতো নারীদের স্বপ্নদোষ হলে ইসলামের বিধান কী?
Add Comment
বিখ্যাত হাদিসবেত্তা তাবেয়ী ইবনে আবু ওমর [রহ.] হাদিস বর্ণনা করেছেন, হজরত উম্মে সালামা থেকে বর্ণিত আছে যে, উম্মে সুলাইম বিনতে মিলহান একদিন রাসুলের [সা.] কাছে এসে আরজ করলো- হে আল্লাহর রাসুল, আল্লাহ তো সত্যের ব্যাপারে কেনো লজ্জা করেন না।
পুরুষদের মতো যদি কোনো নারীর স্বপ্নদোষ হয় তাহলে সেই নারীর ওপরও কি কোনো কিছু বর্তাবে? অর্থাৎ তারও কি ফরজ গোসল করতে হবে? রাসুল [সা.] বললেন, হ্যাঁ, যদি সে বীর্যের পানি দেখতে পায়, তবে অবশ্যই যেনো সে গোসল করে নেয়। ইমাম আবু ঈসা তিরমিজি [রহ.] বলেন, এই হাদিসটি হাসান সহিহ।
সাধারণভাবে সকল ফকিহ ও ইসলামি আইনজ্ঞের অভিমত হলো, কোনো নারীর যদি পুরুষেদের মতো স্বপ্নদোষ হয় এবং তাতে বীর্যপাত হয়, তাহলে তাকে অবশ্যই গোসল করতে হবে। [তিরমিজি, হাদিস-১২২]
মাওলানা মনযূরুল হক