প্রথম প্রেম ভোলা যায় না কেন?
প্রথম প্রেম ভোলা যায় না কথাটি পুরোপুরি সঠিক না। প্রথম প্রেম ভোলা সম্ভব এমন অনেক উদাহরণ পৃথিবীর বুকে রয়েছে। আপনি হয়ত আপনার অতীত নিয়ে বেশি চিন্তা করে থাকেন যার ফলে বারবার আপনার স্মৃতির এটি উঠে আসে। অথবা এমনও হতে পারে যে প্রথম প্রেমের সাথে জড়িত কিছু স্মৃতি আপনার মনে একেবারে গেঁথে আছে। এর জন্য জীবনে চলার পথে এগুলো আপনাকে কষ্ট দিচ্ছে। এক্ষেত্রে আপনার সঠিক কাজ হবে মনকে সঠিক প্রক্রিয়ায় বোঝানো। আপনি হয়ত এখনও ধরেই নিয়েছেন যে আপনার অতীত জীবনের প্রেমটি স্থায়ী হলে আপনি অনেক বেশি সুখী হতেন। এই ভাবনা থেকেই আপনি আপনার প্রথম প্রেমটি ভুলতে পারছেন না। তাই বিষয়টি এমনভাবে ভাবুন যে, ঈশ্বর যা কিছু করেন ভালোর জন্যই করেন। তাই ভেবে নিন যে প্রথম প্রেমটি স্থায়ী হলে আপনি বর্তমানের মত সুখী হতে পারতেন না, বর্তমানের স্বামীর মত ভালো মানুষটিকে চিনতে পারতেন না, সুন্দর দুটি সন্তানের জননী হতে পারতেন না, পারিবারিক বন্ধন ভালো থাকত না এবং সবকিছু মিলিয়ে আপনি মানসিকভাবে শান্তি পেতেন না। আপনার বর্তমান জীবনটিকে পজিটিভ ভেবে চিন্তা করুন দেখবেন আপনি আপনার অতীতের প্রথম প্রেমকে ভুলে যেতে পেরেছেন এবং সংসার জীবনে সুখী হয়েছেন। তাছাড়া কিছু অতীতকে জোর করে ভোলারই বা দরকার কি? সবকিছুই ভাগ্য বা ভুল তো মানুষেরই হয় এই ভেবে মনকে শান্ত করলেই সব সমস্যার সমাধান নিশ্চিত। ধন্যবাদ